ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিয়েছেন করবিন বশ (PSL Contract Breach)। পিসিবি ম্যানেজমেন্ট পিএসএল লিগ থেকে তার প্রস্থানের পরিণতিগুলি কী হতে পারে সেই সম্পর্কে একটি রূপরেখা দিয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তার প্রতিক্রিয়া আশা করছে বলে জানিয়েছে।
আইপিএলের সঙ্গে সূচি সংঘর্ষ, পিসিবির অসন্তোষ (PSL Contract Breach)
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চলতি বছর আইপিএলের সমান্তরালে পাকিস্তান সুপার লিগ (PSL)-এর সূচি ঘোষণা করায় বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে (PSL Contract Breach)। আন্তর্জাতিক ক্রিকেটারদের দুই লিগের মধ্যে বেছে নিতে হয়েছে এবং স্বাভাবিকভাবেই আইপিএলকেই প্রাধান্য দিয়েছেন তারা। এর মূল কারণ ভালো পারিশ্রমিক এবং আন্তর্জাতিক মঞ্চে বেশি সুযোগ পাওয়া।
আইপিএলে ডাক পেয়ে পিএসএল চুক্তি বাতিল করলেন বশ (PSL Contract Breach)
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পাকিস্তান সুপার লিগের (PSL) চুক্তি ভেঙে দিয়েছেন (PSL Contract Breach)। তিনি পেশোয়ার জালমির হয়ে খেলার চুক্তি করেছিলেন, কিন্তু আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিলে তিনি পিএসএল থেকে সরে আসেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে চোটগ্রস্ত লিজাড উইলিয়ামসের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে।
বশ এর আগে এই বছর পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। পিএসএলের দশম সংস্করণের প্লেয়ার্স ড্রাফটে পেশোয়ার জালমি তাকে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে দলে নিয়েছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেওয়ার পর তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ান।
আরও পড়ুন: WPL Final 2025: বোলিংয়েই বাজিমাত, এবার ঝুলনের দলই দিদিদের মাঠে নম্বর ১!
বশকে আইনি নোটিশ পাঠাল পিসিবি
বশের এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ক্ষুব্ধ হয়েছে। বোর্ডের সঙ্গে করা চুক্তি লঙ্ঘনের কারণে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বশের এজেন্টের মাধ্যমে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাকে তার সিদ্ধান্তের বৈধ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বশের এই সিদ্ধান্ত লিগের ক্ষতি করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি বশ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না দেন, তবে পিসিবি তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।
আরও পড়ুন: WPL DC vs MI Final: ট্রফি ছিনিয়ে নিতে পারবে কি দিল্লি? নাকি মুম্বইয়ের ধাক্কায় কুপোকাত?
প্রথমবারের মতো আইপিএল- পিএসএল সূচির সংঘর্ষ
২০১৬ সালে পিএসএল শুরু হওয়ার পর এই প্রথমবার আইপিএলের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচের সূচি সংঘর্ষ ঘটেছে। সাধারণত পিএসএল অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তানে অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট সূচির কারণে এবার তা পিছিয়ে এপ্রিল-মে মাসে করতে হয়েছে। অনেক বিদেশি ক্রিকেটার, যারা আইপিএল নিলামে দল পাননি, তারা পরে পিএসএলের সঙ্গে চুক্তি করেন। বশও সেই তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আইপিএল বেছে নিলেন।