ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এভাবেও ফিরে আসা যায়। নিশ্চয়ই দেখেছেন, একটা সময় যে ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছিল, শেষদিনের শুটিং হয়ে গিয়েছিল, সেই ধারাবাহিকের শুটিং পুনরায় শুরু হয়েছে (Puber Moyna)। এটা বাংলা টেলি দুনিয়ার ক্ষেত্রে একটু বিরল ঘটনা। বলা হচ্ছে ‘পুবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিকের কথা। সেই সেটেই পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভির ক্যামেরা। আড্ডা চলল ‘পুবের ময়না’র মুখ্য চরিত্র ময়নার সঙ্গে অর্থাৎ ঐশানি দে’র (Aishani Dey) সঙ্গে।
শুটিংয়ের পাশাপাশি চলছে পড়াশোনা (Puber Moyna)
একদিকে ধারাবাহিকের কাজ, অপরদিকে পড়াশোনা। টানা বারো থেকে চোদ্দ ঘন্টা শুটিং (Puber Moyna)। সবকিছু সামলেও সব কিছু সুন্দর ভাবে সামলে নিচ্ছেন ঐশানি। কিন্তু যখন প্রথম শুনেছিলেন, যে ‘পুবের ময়না’ শেষ হতে চলেছে তাঁর ভীষণ মন খারাপ হয়েছিল। আবার পুনরায় যখন শোনেন, ধারাবাহিক পুনরায় শুরু হতে চলেছে, তখন ভীষণ খুশি হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তাঁর অনুভূতি ঠিক কেমন ছিল? সে কথাই শেয়ার করেছেন ট্রাইব টিভির সঙ্গে।
ঐশানির বড় প্রাপ্তি (Puber Moyna)
এই যে ধারাবাহিক বন্ধ হয়ে গিয়ে আবার পুনরায় শুরু হল, এটা ঐশানির কাছে একটা বিশাল বড় পাওনা (Puber Moyna)। যেদিন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে শোনেন, সেট থেকে বেরিয়ে ভীষণ মন খারাপ ছিল তাঁর। ভেবেছিলেন, এতদিন একসঙ্গে কাজ করলেন। সেই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। আর কারোর সাথে দেখা হবে না। বলেন “সেদিন খুব খারাপ একটা অনুভুতি নিয়ে সেট থেকে বেরিয়েছিলাম। দুই সপ্তাহ পর আবার শুনলাম ধারাবাহিক শুরু হচ্ছে। আমি শুনে ভীষণ খুশি হয়েছি। সেদিন সবাইকে নিয়ে বাইরে বিরিয়ানি খেয়েছিলাম”। পর্দার ময়না মনে করেন, “নতুন বছরে নতুন ভাবে যে পুবের ময়না পর্দায় ফিরল, তা দর্শকের আশীর্বাদে। আমরা সবাই ভীষণ কৃতজ্ঞ। আমি আবার ময়না হিসেবে ফিরে আসতে পেরেছি”।
আরও পড়ুন: Mittir Bari: দুই পর্দার কাজ সামলাতে নাজেহাল পরিজাত, অকপটে বললেন পরিবারের সমস্যার কথা
কাজ শিখতে আগ্রহী ময়না
টানা চোদ্দ ঘণ্টা শুটিং, প্রতিদিনের কাজ , মেকআপ রুমে বসে সবার সাথে সিন নিয়ে আলোচনা করা, ওই বিষয়গুলো ঐশানি মাঝখানে খুব মিস করছিলেন। মোটামুটি মাঝে প্রায় দুই সপ্তাহ শুটিং বন্ধ ছিল। ঐশানির কথায়, ধারাবাহিকের প্রত্যেকেই নিজের চরিত্র ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করছেন। ময়না অর্থাৎ ঐশানিও রয়েছেন সেই তালিকায়। দর্শকদের উদ্দেশ্যে ঐশানির বক্তব্য, “যদি কোনও ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন”। আর যদি কোনও ভুল থাকে তাহলে দর্শকদের সেটা বলে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ‘ময়না’ কাজ শিখতে ভীষণ আগ্রহী।
আরও পড়ুন: Aparajita Adhya: হর হর মহাদেবের তালে নাচলেন অপরাজিতা, মহাকুম্ভে কী করলেন?
দর্শকের ভালোবাসায় ফিরে আসা
প্রসঙ্গত, গত বছরের জুন মাসের এক্কেবারে শেষের দিকে ‘কার কাছে কই মনের কথা’র জায়গা নিয়েছিল গৌরব এবং নবাগতা ঐশানির এই ধারাবাহিক। ওটিটিতে প্রথম থেকেই প্রচুর ভালোবেসে পেয়েছে। কিন্তু শুরু থেকে টিআরপি তালিকায় সেভাবে চমক দেখাতে পারেনি। স্লটও পরিবর্তন হয়েছিল। এখন দর্শকের ভালোবাসায় রমরমিয়ে চলছে এই ধারাবাহিক।