ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টিআরপির হাল খুব একটা ভালো নয়। বারবার পরিবর্তন হয়েছে স্লট (Puber Moyna)। একবার শেষ হয়ে গিয়েও আবার পুনরায় ফিরে এসেছে। কিন্তু শেষ রক্ষা হল না। বন্ধ হয়ে যাচ্ছে বাংলার আরও এক মেগা। কোন ধারাবাহিকে বন্ধের কোপ পড়ল? ভীষণ মন খারাপ অনুরাগীদের।
হয়ে গিয়েছে শেষ শুটিং (Puber Moyna)
বন্ধ হতে চলেছে, জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘পুবের ময়না’ (Puber Moyna)। ইতিমধ্যেই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে গত ৯ এপ্রিল। সময়টা ২০২৪ সালের জুন মাস, দুই বাংলার গল্পকে কেন্দ্র করে শুরু হয়েছিল ‘পুবের ময়না’। রোদ্দুর আর ময়নার কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ ছিল। কিন্তু ধীরে ধীরে তলানিতে পৌঁছায় টিআরপি।
নতুন করে ফিরে আসা (Puber Moyna)
নতুন বছরের শুরুতেই জানা যায় ‘পুবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। শেষ দিনের শুটিং হয়ে যায়। কিন্তু দর্শকদের ভালোবাসায় আবার পুনরায় পর্দায় ফিরে আসে। নতুন করে শুরু হয় কাজ। গল্পেও আসে নতুন টুইস্ট। কিন্তু বছরের অর্ধেক পেরতে না পেরতে আবারও ধাক্কা। এবার ঝাঁপ বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকের। আর মাত্র কয়েকটা দিন বাকি।
বড় প্রাপ্তি দর্শকদের ভালোবাসা
এই যে একবার বন্ধ হয়ে যাওয়ার পর, আবারও নতুন করে ফিরে আসা, তাও আবার শুধু দর্শকদের ভালোবাসায় । এটা কিন্তু পুবের ময়নার কাছে বড় প্রাপ্তি। বাংলা টলি ইন্ডাস্ট্রিতে এই ঘটনা খুব একটা ঘটেনি। ওটিটিতে এই মেগা একসময় দর্শক খুব পছন্দের ছিল। তাই চ্যানেল ঠিক করেছিল, দর্শক শেষ কথা। দর্শকের অনুরোধ পুনরায় পর্দায় ফিরিয়ে আনা হয় রোদ্দুর এবং ময়নাকে।
আরও পড়ুন: Ankush Hazra Interview: আগুন নিয়ে খেলার পরিণতি, টলিউডে ডাক পাচ্ছেন না অঙ্কুশ! এবার কী করবেন?
পিছিয়ে টিআরপিতে
বিগত কয়েক মাস ধরে টিআরপি খুব একটা জমাতে পারেনি। বারংবার স্লট হারিয়েছে দুই শালিকের কাছে। যার কারণে স্লট পরিবর্তন হয়। সেখানেও টিআরপির রেটিং খুব একটা ভালো নয়। তাছাড়া বর্তমানে টিআরপি ভীষণ গুরুত্বপূর্ণ। টিআরপি কম থাকার কারণে এর আগেও বহু ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে। অপরদিকে প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ ইচ্ছাধারী নাগকন্যা’র একঝলক।
আরও পড়ুন: Raghu Dakat Shooting: ফাঁস রঘু ডাকাতের দৃশ্য, বাহবা কুড়োচ্ছে দেবের লুক! দেখুন ভিডিও
কোন দিকে এগোচ্ছে গল্প?
গল্প যেদিকে এগোচ্ছে, গুঞ্জা এখন আইনি ফাঁদে। বিগত বেশ কয়েকদিন ধরেই রোদ্দুর আর ময়নার মধ্যে ভুল বোঝাবুঝি দেখা গিয়েছে। একে অপরকে ভালোবাসা সত্ত্বেও, তাদের মাঝখানে বড় দেওয়াল হয়ে দাঁড়ায় গুঞ্জার পাতা ফাঁদ। যদিও রোদ্দুরের সামনে গুঞ্জার মুখোশ খুলে গিয়েছে। রোদ্দুর নিজেই বাড়িতে পুলিশ নিয়ে যায় এবং গুঞ্জাকে পুলিশের হাতে তুলে দেয়। এবার রোদ্দুর আর ময়নার পুনরায় বিয়ে হলেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক।