Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাস ধরতে এসে সরকারি বাসের(Pune Bus Incident) মধ্যেই ধর্ষণের শিকার হলেন এক তরুণী। জানা যাচ্ছে তিনি পেশায় পরিচারিকা। পুনের স্বরগেট বাস ডিপোর দূরত্ব থানা থেকে মাত্র ১০০ মিটার। সেখানেই ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা। ধর্ষণে অভিযুক্ত একজন দাগী অপরাধী নাম দত্তাত্রেয় রামদাস গোডে। একাধিক অপরাধের রিপোর্ট রয়েছে তার নামে। ২০১৯ সাল থেকে জামিনে মুক্ত অভিযুক্ত বলে জানা গিয়েছে।
বাসের দরজা বন্ধ করে দেয় হঠাৎ (Pune Bus Incident)
নির্যাতিতার অভিযোগ ছিল, ভোর ৫টা নাগাদ পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সে বলে, ডিপোয় ‘শিবসহী’র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তার কথা শুনে তিনি বাসে(Pune Bus Incident) উঠে যান। তারপরই ঘটে বিপত্তি। বাসের দরজা বন্ধ করে দেয় হঠাৎ। তারপরেই ধর্ষণ করা হয় মহিলাকে।

অপরাধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ (Pune Bus Incident)
বাসস্টপের(Pune Bus Incident) সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত যুবককে চিহ্নিত করতে পারে পুলিশ। জানা যায়, তাঁর নাম রামদাস গাড়ে। তাঁর বিরুদ্ধে পুণে এবং সংলগ্ন অহিল্যনগর জেলায় চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে জেলেও গেছিল সে। তবে ২০১৯ সালে জামিন পায়। কয়েক মাস আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই পুলিশ খুঁজছিল তাঁকে।
আরও পড়ুন: Akhilesh Yadav: আদিত্যনাথের ‘শকুন’ এবং ‘শুয়োর’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন অখিলেশ
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা
রামদাসের ভাইকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। পুলিশ জানিয়েছে, স্বরগেট বাস স্টেশন এবং আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে খুঁজে বের করতে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হচ্ছে।