ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘পুষ্পা’র থেকে ‘পুষ্পা টু’ (Pushpa 2) নিয়ে মানুষের উচ্ছ্বাস একটু বেশি। আশাও বেশি। ইতিমধ্যেই তার রেজাল্ট বক্স অফিসে (Box office) দেখাতে শুরু করে দিল ‘পুষ্পা ২’। মুক্তির আগেই বক্স অফিসে হিট করছে। একদিনে বিক্রি হয়ে গেল ১০ লক্ষ টিকিট। অথচ সিনেমা মুক্তি পেতে এখনও অন্তত দুদিন বাকি।
শুরু অ্যাডভান্স বুকিং (Pushpa 2)
অ্যাডভান্স বুকিং (Advance Booking) শুরু হয়েছে। ‘পুষ্পা ২’ (Pushpa 2) নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে তুলকালাম চলছে, বলাই বাহুল্য ছবিটি সুপারহিট (Suparhit ) হওয়ার দোরগোড়ায়। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন স্ক্রিনে পুষ্পা ২ দেখবে। তাই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অ্যাডভান্স টিকিট। প্রথম দিনেই অনলাইনে বিপুল পরিমাণে টিকিট বিক্রি হল।
ধুঁকছিল বক্স অফিস (Pushpa 2)
মনে করে দেখুন। করোনা পরবর্তী সময় তখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস কিছুটা ধুঁকছিল। ঠিক সেই সময় পুষ্পা ছবির হাত ধরে হলমুখী হয়েছিলেন দর্শক। তারপর থেকে বহু প্রতীক্ষা। তার দ্বিতীয় ভাগ নিয়ে কম এক্সপেক্টেশন ছিল না (Pushpa 2)। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule)। মুক্তির আগেই রীতিমত ছক্কা হাঁকিয়ে দিল আল্লু আর্জুন (Allu Arjun) আর রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) এই ছবি অগ্রিম বুকিংয়ের মাত্র একদিনের বিক্রি হল এক মিলিয়ন টিকিট। এই ছবি বক্স অফিসের একাধিক সফল রেকর্ড ভেঙে দিল। এত পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বুক মাই শো তে।
বক্স অফিসে ঝড়
স্বাভাবিক ভাবেই এই ছবি নির্মাতারা আশা করছেন, বক্স অফিসে আক্ষরিক অর্থে ছবিটি ঝড় তুলতে চলেছে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ প্রথম দিনের নিরিখে অগ্রিম বুকিংয়ে ব্যবসা করে ফেলেছে অন্তত ৫০ কোটি টাকা। আর নেট কালেকশন প্রায় ৩৫.৫৮ কোটি টাকা। যার মধ্যে রয়েছে তেলেগু হিন্দি এবং মালয়ালি ভাষা।
মালয়ালি ভাষায় সিনেমা
যদি মালায়ালাম ভার্সনের অগ্রিম বুকিংয়ের কথা বলেন, সেখানে বেশ ভালই রেজাল্ট করেছে। তবে তামিল আর কন্নড় ভার্সনের চাহিদা একটু কম। তাছাড়া তামিল ভার্সনের বুকিং শুরু হয়েছে মাত্র দু’দিন আগে। তার উপর তামিলনাড়ুর আবহাওয়া ভালো নয়। প্রচন্ড বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা স্লো হয়েছে টিকিট বিক্রির গতি। যদিও ছবি নির্মাতারা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে টিকিটের চাহিদা বাড়বে। একবার জাস্ট ভাবুন। এখনও মুক্তির দুদিন বাকি। আর এই ধারাটা যদি অব্যাহত থাকে, তাহলে ‘পুষ্পা টু’ এর ঘরে আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে। ধৈর্যের বাঁধ যেন মানছে না ভক্তদের। ইতিহাস গড়ার পথে আল্লু অর্জুনের এই ছবি।
আরও পড়ুন: Iman Chakraborty: অস্কারের তালিকায় ইমনের নাম, কতটা খুশি স্বামী নীলাঞ্জন?
কে প্রযোজক
প্রসঙ্গত প্রথম পর্বের মতো এই ছবির প্রযোজক মৈত্রী মুভি মেকার্স। এখানে আল্লু আর্জুনের সঙ্গে আবারও পর্দায় ফিরেছেন রশ্মিকা, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ, ধনঞ্জয়, ফাহাদ ফাসিল এবং প্রতাপ ভান্ডারী। ছবিটির নির্মাতারা ভীষণ আত্মবিশ্বাসী। বাজেট প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। ‘কাল্কি ২৮৯৮ এডি’ র মতো এই ছবিটি হাজার কোটি ক্লাবে নাম লেখাবে কিনা, সেই দিকেই সবার নজর। আগামী ৫ই ডিসেম্বর তেলেগু, হিন্দি, মালয়ালম, তামিল, কন্নড় এবং বাংলা ভাষায় ছবিটি মুক্তি পাবে।