ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করল কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি— আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া (Quad Leaders On Pahalgam)। ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় পর্যটকদের উপরে চালানো সেই হামলায় ২৬ জন নিহত হন, তাঁদের মধ্যে এক জন নেপালের নাগরিকও ছিলেন। এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে কোয়াড।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা কোয়াড-র (Quad Leaders On Pahalgam)
ওয়াশিংটনে কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের চলতি বৈঠকের সময়েই এই যৌথ বিবৃতি জারি করা হয়(Quad Leaders On Pahalgam)। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে— “কোয়াড দ্ব্যর্থহীন ভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বর হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়— “এই জঘন্য হামলার পিছনে থাকা অপরাধী, সংগঠক এবং অর্থায়নকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রপুঞ্জের সব সদস্য দেশকে একসঙ্গে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।” হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছে কোয়াড গোষ্ঠী।
সন্ত্রাস নিয়ে জোরালো বার্তা জয়শঙ্করের (Quad Leaders On Pahalgam)
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar), যিনি বর্তমানে ওয়াশিংটনে এই বৈঠকে যোগ দিতে গিয়েছেন, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান জানান (Quad Leaders On Pahalgam)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন—“বিশ্বকে সন্ত্রাসের বিষয়ে শূন্য সহনশীলতার নীতি নিতে হবে। যারা সন্ত্রাসে মদত দেয় এবং যারা সন্ত্রাসে ভুক্তভোগী, তাদের এক চোখে দেখা চলবে না।” তিনি আরও বলেন, “ভারতবাসীকে সুরক্ষা দেওয়া আমাদের অধিকার, এবং সেই অধিকার প্রয়োগ করতেই হবে। আশা করি, কোয়াডের অংশীদাররাও এই বার্তাকে সমর্থন করবে।”

আরও পড়ুন: India US Trade Deal : ভারতের সঙ্গে ‘কম শুল্কে’ বাণিজ্যচুক্তির পথে আমেরিকা, আশাবাদী ট্রাম্প!
হামলার তদন্তে পাকিস্তানি যোগ স্পষ্ট (Quad Leaders On Pahalgam)
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা (Quad Leaders On Pahalgam)। ঘটনায় ২৬ জন প্রাণ হারান। পুলিশ ও গোয়েন্দা সংস্থার তদন্তে চার জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে তিন জন পাকিস্তানি নাগরিক। এক জন স্থানীয় জঙ্গিও ছিল দলে। তবে হামলার পর এখনও পর্যন্ত ওই চার জনের কোনও হদিস মেলেনি। একাধিক গোয়েন্দা রিপোর্টে এই জঙ্গিহানার নেপথ্যে পাক-যোগ স্পষ্টভাবে উঠে এসেছে।

আরও পড়ুন: Sudden Death : কোভিড টিকা আর অকালমৃত্যুর কোনও যোগ নেই, জানাল আইসিএমআর-এমস যৌথ গবেষণা
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় কোয়াড গোষ্ঠীর এমন ঐক্যবদ্ধ অবস্থান কূটনৈতিক স্তরে এক শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে(Quad Leaders On Pahalgam)। বিশেষ করে যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে, তখন পহেলগাঁও হামলা নিয়ে কোয়াডের যৌথ বিবৃতি ভারতীয় অবস্থানকে আরও জোরদার করল।