ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলিয়ার মেয়ে রাহার (Raha Kapoor) উদার মন, ক্যামেরা দেখে ছুঁড়ে দিল ফ্লাইং কিস! সাংবাদিকদের ক্যামেরা দেখে রণবীর (Ranbir Kapoor) আলিয়ার (Alia Bhatt) ছোট্ট মেয়ে রাহা (Raha Kapoor) একেবারেই ভয় পায় না। কিংবা বিরক্ত হয় না। সে তো ছোট থেকেই স্টার (Star)। তার মুখের মিষ্টি হাসি দেখতে, এক ঝলক দেখতে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকেই। এবার সেই ছোট্ট রাহা হাসিমুখে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাল। দেখে নেটিজেনরা বলছে, আলিয়ার মেয়ে একেবারে আলিয়ার মতোই মিষ্টি। মনে কোনও অহংকার থাকবে না। এই মেয়ে বড় হলে, বাবা-মায়ের মতোই বড় স্টার হবে।
বড় স্টার হতে চলেছে রাহা (Raha Kapoor)
শুধু বড় পর্দায় নয়। বরং মনের দিক থেকেও বড় স্টার হতে চলেছে ছোট্ট রাহা (Raha Kapoor)। এর আগে সাইফ আলি খান (Saif Ali Khan) আর করিনা কাপুরের (Kareena Kapoor) ছেলেদের ক্যামেরার সামনে দেখতে পাওয়া গিয়েছিল অত্যন্ত বিরক্তির ভঙ্গিতে। তাদের পাবলিক প্লেসে ছবি তোলা হোক, সেটা যেন পছন্দই করে না। তবে সেই স্টার কিডদের তালিকায় একেবারেই ব্যতিক্রম রাহা।
বাবাকে আঁকড়ে বড়দিনের শুভেচ্ছা জানাল রাহা (Raha Kapoor)
বড়দিনের উৎসবে যখন গোটা বিশ্ব মাতোয়ারা। তখন বিশেষ ভাবে মেতেছিল মায়ানগরী মুম্বই। বড় বড় তারকাদের ছাপিয়ে, মন জিতে নিল ছোট্ট রাহা (Raha Kapoor)। ঠিক এক বছর আগে, এই বড়দিনে পাপারাৎজিদের ক্যামেরার সামনে ডেবিউ হয়েছিল তার। তাই এই ক্রিসমাসও এড়িয়ে যেতে পারেনি তারকা কন্যা। বরং তাদেরকে অভিবাদন জানালেন। ক্রিসমাস লাঞ্চে রণবীর আলিয়া মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। এবারেও বাবার কোলে দেখা গেল রাহাকে। বাবাকে আঁকড়ে ধরে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাল।
আরও পড়ুন: Dev Birthday: অভিনেতা নয়! জন্মদিনে নতুন ভূমিকায় দেব, এভাবে আগে দেখেননি
মিষ্টি লুকে রাহা
ছোট্ট রাহার পরনে ছিল সাদা এবং বেবি পিঙ্ক ফ্রক। বাড়িতে ঢোকার আগে পর্যন্ত বাবাকে আঁকড়ে ধরেছিল সে। অবাক চোখে নয়। স্বাভাবিক ভাবেই তাকালো ক্যামেরার দিকে। মেরি ক্রিসমাস বলল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, বাবার কাঁধের উপর থেকে ছুঁড়ে দিল ফ্লাইং কিস। কি মিষ্টি লাগছিল রাহাকে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Sunidhi Chauhan: কলকাতার প্রেমে পড়লেন সুনিধি চৌহান, রাতে চলল ‘রক অ্যান্ড রোল’
কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চ
প্রসঙ্গত, কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চের কথা কে না জানে। প্রতিবছর এই দিন কাপুর পরিবারের সবাই একত্রিত হন। একসঙ্গে দুপুরের লাঞ্চ করেন। প্রতিবছরই এই বিষয়টা বারংবার চর্চায় চলে আসে। যেখানে হাজির থাকেন, পরিবার সদস্যদের ঘনিষ্ঠরাও। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্যাটরিনাকে ক্রিসমাস লাঞ্চে দেখা গিয়েছিল। এমনকি দীপিকার সঙ্গেও রণবীরের সম্পর্ক যখন ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনও নায়িকার ডাক পড়ে এই ক্রিসমাস লাঞ্চে।