ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘দুগ্গামণি এবং বাঘ মামা’ ধারাবাহিকে নায়কের চরিত্রের মাধ্যমে নতুন করে ছোট পর্দায় ফিরলেন অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose)। এই ফেরাটা তাঁর কাছে ভীষণ স্পেশাল। কেন এমনটা বললেন তিনি? এই মুহূর্তে কাজ নিয়ে রাহুল কতটা ব্যস্ত? ছোট পর্দায় ফিরে কতটা খুশি তিনি? সবটাই জানালেন ট্রাইব টিভিকে।
ছোট পর্দায় ফেরার অনুভূতি (Rahul Dev Bose)
এই যে নতুন করে ছোট পর্দায় ফিরে আসা, এই বিষয়ে রাহুল দেব বোসের (Rahul Dev Bose) অনুভূতিটা ঠিক কেমন? ট্রাইব টিভিকে অভিনেতা বললেন, “সবথেকে বড় কথা হল টেলিভিশন আমাকে সবটা দিয়েছে। এই কথাটা আমি প্রথম দিন থেকেই বলে এসেছি। বিগত এক বছর ধরে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, আমি কবে আবার ছোটপর্দায় ফিরছি। কিন্তু আমি সেভাবে উত্তর দিতে পারিনি। কারণ আমি সত্যি জানতাম না যে কবে ফেরা হবে। আমরা অভিনেতা হিসেবে চেষ্টা করি যত মাত্রায় যত রকম ভাবে বিভিন্ন মাধ্যমে কাজ করতে।”
তিনি (Rahul Dev Bose) আরও বলেন, “আর সেই সন্ধানেই আমি বাইরে গিয়েছিলাম এবং এখনও বাইরে যাচ্ছি। তবে যখনই একটা সুযোগ পেলাম ফিরে আসার, দ্বিতীয়বার আর ভাবলাম না। আমি আমার প্রিয় দর্শকদের কাছে পৌঁছাতে চাই এবং বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে আমার ফেরার ইচ্ছা সব সময়ের জন্য ছিল। সেটা পূরণ করার যখন সুযোগ পেয়েছি, তখন আমি সেই সুযোগটা নিয়ে নিয়েছি।”
মা দুর্গার সাথে বিশেষ যোগ (Rahul Dev Bose)
ধারাবাহিকের প্রোমো দেখে সবাই বলছে, মা দুর্গার সাথে রাহুল দেব বোসের (Rahul Dev Bose) নাকি একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এর আগেও যখন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন, তখন একজন মৃৎশিল্পীর ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনেতার কথায় ” ‘দুগ্গামণি ও বাঘ মামা’র (Duggamoni O Bagh Mama) প্রোমোতে আমি মা দুর্গার সামনে দাঁড়িয়ে আছি এবং গল্পটাও কিছুটা মা দুর্গাকে নিয়ে। সবাই বলছে, তোমার একটা মা দুর্গার সঙ্গে বিশেষ যোগ রয়েছে।”
আরও পড়ুন: Samay Raina: মানসিক অবসাদে সময় রায়না, বিতর্কিত মন্তব্যে ছারখার কেরিয়ার!
ভীষণ খুশি দেবাদৃতা
অপরদিকে রাহুলের কাজ দেখে দেবাদৃতার খুশির শেষ নেই। অভিনেতা বলেন, “দেবাদৃতার এত খুশির বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ হল, আমি বহুদিন পর টেলিভিশনে নায়ক হিসেবে ফিরেছি এবং আমরা দুজনে পাশাপাশি ফ্লোর পেয়েছি। মোটামুটি পাঁচ পা হাঁটলে আমি দেবাদৃতার (Debadrita Basu) ফ্লোরে পৌঁছে যেতে পারি। দুজনে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছি”।
সম্প্রতি দেবাদৃতা সেরা নেগেটিভ চরিত্রের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। যেটা নিয়ে বাড়িতে রীতিমত সেলিব্রেশন হয়েছে। এটা ছিল দেবাদৃতার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর দেবাদৃতা যখনই নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য ‘ হ্যাঁ’ বলেন, এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। এমনটাই বললেন রাহুল দেব বোস। অভিনেতার কথায়, ” আমরা সবাই ভেবেছিলাম, হয়ত এটা একটু রিস্ক হবে। কিন্তু দেবাদৃতা নিজেকে প্রমাণ করে দিয়েছে, দর্শককে যে কোনও রূপে ধরে রাখতে পারে। যেটা নিয়ে আমরা গর্বিত এবং ভীষণ খুশি।
আরও পড়ুন: Rekha: অমিতাভ পুত্রকে আলিঙ্গন করে রেখার তৃপ্তি! তবে কি মিটল মনোমালিন্য?
টিআরপি কতটা ভাবায়?
রাহুল টিআরপির নম্বর নিয়ে খুব একটা ভাবেন না। মনে করেন, “আমাদের কাছে দর্শকের ভালোবাসার কোনও মাপকাঠি নেই। সেটা মাপাও যায় না। আসলে ভালোবাসাটাই তো মূল। দর্শক ভালবাসুক, সেটাই ইম্পর্ট্যান্ট। তাছাড়া কতটা নম্বর হবে, সেটা কিছুটা নিয়তির ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সেই বিষয়টার মধ্যে এখন যাচ্ছি না। জি বাংলায় এই প্রথম আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। জি বাংলায় প্রথম এবং দ্বিতীয় কাজ ছিল নেগেটিভ হিসেবে। তাই আমার ফিরে আসাটা ভীষণ বিশেষ” । তার সাথে আবার ‘খাকি’ ছবি মুক্তি পাচ্ছে, যেটা রাহুলের হিন্দিতে প্রথম কাজ। এই মাসটা রাহুলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও বোম্বেতে কিছু মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ করেছিলেন, সেগুলো সবই মুক্তি পেতে চলেছে।