ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) অন্দরে বড় সমস্যা। রিতেশ দেশমুখের বাড়িতে রেড হল (Raid 2)। আর নেতা-মন্ত্রীদের দুর্নীতির কালো টাকা উদ্ধার করতে কে মাঠে নামলেন জানেন? একদিকে অজয় দেবগন, অপরদিকে রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)। যুদ্ধ হবে মারাত্মক। ‘রেড ২’ (Raid 2) এর ট্রেলার দেখে রীতিমত হতবাক দর্শকরা। নায়ক তো নয়, যেন আগুনের গোলা। এমনটাই বলছেন অজয়ের (Ajay Devgn) অনুরাগীরা।
ধামাকাদার অভিযান (Raid 2)
পর্দায় অজয়ের ধামাকাদার অভিযান (Raid 2)। এটাকে শুধু অভিযান বললে ভুল হবে। বিষয়টা রীতিমত ধর্মযুদ্ধ, তাও আবার দুর্নীতির কুলগুরুর বিরুদ্ধে। ভয়ঙ্কর গর্জন করে বলতে শোনা গেল, “আমি আসছি… সঙ্গে আনছি গোটা মহাভারত।” আর যিনি বলছেন তিনি আর কেউ নন, অজয় দেবগন। তাঁর সাথে রয়েছে একটা গোটা টিম। তারা যতটা সাহসী, ততটাই গোয়েন্দাগিরিতে ওস্তাদ। অপরদিকে রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে একের পর এক দুর্নীতিতে মত্ত রিতেশ।
রাজনৈতিক দানব রিতেশ! (Raid 2)
ছলচাতুরি, বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে বুদ্ধির প্যাঁচ, পুরো গল্প জুড়েই টানটান উত্তেজনা (Raid 2)। এমন এক চক্রব্যূহ রচনা করেছেন অজয়, যার বাইরে রিতেশ আসতেই পারছেন না। নতুন রূপে নতুন ফর্মে আসতে চলেছে পর্দায়। যেখানে রিতেশ দেশমুখ এক শক্তিশালী রাজনৈতিক দানবের সমান। অজয়ের সামনে সমস্যা কিন্তু আর ছোট নেই। আগের থেকে আরও ভয়ঙ্কর হয়েছে লড়াই।
ঘুণ ধরা সিস্টেমের বিরুদ্ধে লড়াই
একটা গোটা সিস্টেমে ঘুণ ধরেছে। তার অন্দরে ঠিক কি কি চলছে, সেই কথাই ফাঁস করতে চলেছেন অজয়। ‘রেড ২’ এর ট্রেলার দেখে দর্শক ভীষণ খুশি। প্রত্যাশা আরও দ্বিগুণ বেড়ে গেল। সাত বছর পর ময়দানে নামছে রাজনীতিকদের ত্রাস অময় পটনায়ক। পর্দায় অময়ের কামাল দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। যার অভিযানে ধরা পড়বে রাজনৈতিক মহলের বড় বড় রাঘব বোয়াল। সৎ পুলিশ অফিসারের সঙ্গে সম্মুখ সমরে লড়বেন রিতেশ দেশমুখ। অর্থাৎ পর্দার দাদাভাই। তার বাড়ি দুর্নীতির আসল আখড়া। সেখান থেকেই বেরিয়ে আসে গোটা সিস্টেমের ঘুণ ধরা একটা দিক।
আরও পড়ুন: Divyani Mondal: “পাগল হয়ে গিয়েছিলাম”, ভয়ঙ্কর অভিজ্ঞতা! কী হয়েছিল ‘ফুলকি’র দিব্যানীর সাথে?
ছবি মুক্তি কবে?
এবার শুধু পয়লা মে’র অপেক্ষা। ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলে, বক্স অফিসে যে বেশ ভালোই আয় করবে, তা বলাই বাহুল্য। এমনটাই অনুমান করছেন অনেকেই। প্রায় সাত বছর পর পুলিশ অফিসার অময় পর্দায় ফিরলেও, তার ঝাঁঝ কিন্তু এক চুলও কমেনি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজকুমার গুপ্তা। যিনি এর আগে ‘রেড’ ছবির পরিচালনা করেছেন। গত নভেম্বর মাসে ‘রেড ২’ এর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পোস্ট প্রোডাকশন কাজে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়।