Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২২শে অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার তিনটি নতুন মেট্রো সেকশনের উদ্বোধন করবেন। এই পরিষেবাগুলি শুরু হলে রাজ্যের নাগরিকদের যাতায়াত আরও দ্রুত, সহজ এবং আধুনিক হবে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কোন কোন মেট্রো রুটের উদ্বোধন?
চিঠিতে জানানো হয়েছে, এই দিনে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো করিডর চালু হতে চলেছে:
- শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো সেকশন
- বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন
- নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো সেকশন
আরও পড়ুন: Kolkata Metro Rail: পুজোর আগে মোদীর ‘মেট্রো উপহার’, জোরকদমে প্রচার বিজেপির
এই প্রকল্পগুলির সূচনা অনুষ্ঠান হবে যশোর রোড মেট্রো স্টেশন থেকে, সেখান থেকেই নতুন ট্রেন চলাচল শুরু করবে।
মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ (Mamata Banerjee)
প্রথা মেনে কলকাতার নতুন মেট্রো রুট উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রেলমন্ত্রীর চিঠিতে রয়েছে চমক। শুধুমাত্র আমন্ত্রণ জানানোই নয়, সেই চিঠির সঙ্গে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির বিস্তারিত হিসাব। কেন্দ্র কীভাবে রাজ্যে বিনিয়োগ করছে, তা তুলে ধরা হয়েছে এই নিমন্ত্রণপত্রেই।
বিতর্ক এড়াতেই আগেভাগে আমন্ত্রণ? রেলমন্ত্রক সূত্রে খবর, অতীতের কিছু ঘটনায় বিতর্ক তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে, এবার রেলমন্ত্রী আগেভাগেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
রাজ্যে রেল উন্নয়নে কেন্দ্রের বিপুল বিনিয়োগ
চিঠিতে রেলমন্ত্রী আরও জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে ৮৩,৭৬৫ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নাধীন। চলতি অর্থবর্ষে রাজ্যের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই বিনিয়োগের আওতায় রয়েছে—
- ১০১টি রেলস্টেশনকে বিশ্বমানের রূপে গড়ে তোলা
- ৯টি বন্দে ভারত এক্সপ্রেস
- ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে
আরও পড়ুন: Airport Metro: ২২ আগস্ট উদ্বোধন হতে চলেছে নতুন প্রকল্প!
রাজ্যের যাত্রী পরিষেবা উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তা বারবারই জানান দিয়েছেন রেলমন্ত্রী।
রেল পরিষেবার নতুন দিগন্তে পশ্চিমবঙ্গ
কলকাতার মেট্রো নেটওয়ার্ক ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। নতুন সেকশনগুলির উদ্বোধন রাজ্যের পরিকাঠামো উন্নয়নের বড় মাইলফলক হবে বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উপস্থিতি রাজ্য-কেন্দ্র সমন্বয়ের বার্তা দেবে বলেও মনে করছে রাজনৈতিক মহল।