Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও বড় এক বিপদে পড়লেন রাজ কুন্দ্রা (Raj-Shilpa) ও শিল্পা শেট্টি (Shilpa Shetty)। রাজ কুন্দ্রা অভিনীত ‘ মেহর ‘ ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। রাজের এ বছরে আরও তিনটি পাঞ্জাবি ছবির মুক্তির কথা রয়েছে। পাশাপাশি ২৪ আগস্ট ‘বিগ বস’ শুরু হয়েছে, তাতেও যোগ দিয়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। সব মিলিয়ে বেশ ভালো চলছিল। আর এরই মাঝে ঘটে গেল এক বড় বিপদ। রাজ ও শিল্পা শেট্টি (Shilpa Shetty) ওপর লুকআউট নোটিশ জারি করা হয়েছে। হঠাৎ কেন এই লুকআউট জারি করা হল তাঁদের ওপর?
লুক আউট নোটিশ জারি! (Raj-Shilpa)
৫ ই সেপ্টেম্বর শুক্রবার মুম্বই পুলিশ শিল্পা শেট্টি (Raj-Shilpa) ও রাজ কুন্দ্রার ( Raj Kundra) ওপর লুকআউট নোটিশ জারি করেছে। সম্ভবত ৬০ কোটি টাকার একটি প্রতারণার মামলার প্রেক্ষিতে এই নোটিশ। সম্প্রতি রাজের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন দীপক কোঠারি বলে এক ব্যক্তি।
কী কারণ ? (Raj-Shilpa)
দীপকের দাবি ছিল, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ কুন্দ্রা (Raj-Shilpa) ব্যবসায়িক সম্প্রসারণের জন্য দীপকের সাথে যুক্ত হয়েছিলেন। আর সেই খাতে দীপক প্রায় ৬০ কোটি টাকা মতো বিনিয়োগ করেছিলেন। আর সেই টাকা ব্যবসায়ী খাতে না লাগিয়ে রাজ ব্যক্তিগত কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকি রাজ ঋণ শোধ কিংবা সুদ কোনোটাই দেননি দীপককে। আর যার জন্য দীপক প্রতারণা মামলা করেছিলেন। হয়ত সেই মামলার কারণে মুম্বই পুলিশ লুকআউট নোটিশ জারি করেছেন এই তারকা দম্পতির উপর। যদিও রাজ ও শিল্পার আইনজীবী এর আগে এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন ,দায়ের হওয়া মামলাটি দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত।
লুকআউট নোটিশ আসলে কী?
এটি হলো একটি কার্যকর আদেশ, যার মাধ্যমে তদন্তকারী সংস্থা নিশ্চিত করে যে, অভিযুক্ত ব্যক্তি আদালতে বা অনুসন্ধানে উপস্থিত হওয়ার সময় পর্যন্ত দেশের বাইরে যেতে পারবে না। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ইতিমধ্যে অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা সংক্রান্ত মামলা রুজু করেছেন। এই লুকআউট নোটিশ জারির ফলে রাজ ও শিল্পা দেশ ছাড়তে পারবেন না। পুলিশের সামনে উপস্থিত হওয়া আর তদন্ত সহযোগিতা করা তাঁদের জন্য বাধ্যতামূলক হয়ে উঠল।
গুঞ্জন কী বলছে?
রাজ কুন্দ্রা (Raj Kundra) ও শিল্পা শেট্টি (Shilpa Shetty) নতুন করে যে আইনিগত চাপের মুখে পড়বেন , তা মনে হয় ভাবতে পারেননি তাঁরা। তবে বলিউডের গুঞ্জন শোনা যাচ্ছে , এ বছর গণেশ চতুর্থী পুজো করতে পারেননি এই তারকা দম্পতি। যদিও পারিবারিক অশৌচ থাকায় এ বছর পুজোর আয়োজন করতে পারেননি শিল্পা ও রাজ। আর অনেকে সেই কারণকে তুলে ধরছেন। অনেকেই মনে করছেন,পুজো না করতে পারার জন্য এত বড় বিপদের সম্মুখীন হয়েছেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: AC Local Train: বনগাঁ শাখায় AC লোকাল মাইলফলক হয়ে রইল!
অবশ্য রাজ ও শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাঁদের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও রাজ পর্নোগ্রাফি মামলায় জড়িয়ে ছিলেন। রাজ ও শিল্পা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তদন্ত চললে বোঝা যাবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি।