Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ গৃহপ্রবেশ ‘ (Raj-Subhashree)। ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হয়। ‘গৃহপ্রবেশ ‘ পরিচালনা করেন রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty) আর প্রডিউসারের ভূমিকায় থাকেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। গৃহপ্রবেশ ধারাবাহিকে আসতে চলেছে এক নজর কাড়া মুহূর্ত। আর এই সুন্দর মুহূর্তে ধরা দেবেন শুভশ্রী গাঙ্গুলী ( Subhashree Ganguly)। অর্থাৎ ছোট পর্দায় শুভশ্রী গাঙ্গুলীর প্রথম অভিনয় বলা যেতে পারে।
কাদের গৃহপ্রবেশ ? (Raj-Subhashree)
গৃহপ্রবেশ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন উষসী রায় (Raj-Subhashree) ও সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee)। হঠাৎ ধারাবাহিকে কীসের আয়োজন ? নতুন কী ঘটতে চলেছে ধারাবাহিকে ? আর যে কারণে শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly) দেখা যাবে ছোট পর্দায়! জানা গিয়েছে, গৃহপ্রবেশ ধারাবাহিকে যে পরিবারকে দেখানো হয়, তারা থাকতেন নিউইয়র্কে, তবে নিউইয়র্ক ছেড়ে সদ্য কলকাতাতে ফিরেছে সেই পরিবার । অর্থাৎ কলকাতাতে পরিবারের গৃহপ্রবেশ ঘটতে চলেছে। যে কারণে গৃহপ্রবেশের অনুষ্ঠান । আর সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)।
বাড়ি ফেরা ! (Raj-Subhashree)
শুভশ্রী গাঙ্গুলী (Raj-Subhashree) মনে করেন , গৃহপ্রবেশ ধারাবাহিকের সাথে তাঁর একটা সংযোগ রয়েছে। কারণ তিনি নিজেও ‘ গৃহপ্রবেশ’ সিনেমাতে অভিনয় করেছেন। অন্যদিকে তাঁর ধারাবাহিকটির নামও ‘ গৃহপ্রবেশ ‘। এমনকি ধারাবাহিকের সাথে অভিনেত্রী শুভশ্রীর এতটাই মিল যে, তিনি বলেন ,”শুভর ঘরে শুভর গৃহপ্রবেশ’।” গৃহপ্রবেশ মানে শুভশ্রীর কাছে বাড়ি ফেরা। অভিনেত্রীর বিশ্বাস, প্রত্যেক বাঙালি বাড়িতে যেমন নিয়ম করে পুজো, যাগযজ্ঞ করা হয় সময় দেখে। তেমনি প্রত্যেকদিন কাজ সেরে বাড়ি ফেরাটাই অভিনেত্রীর কাছে যেন গৃহপ্রবেশের মতো।
কাজের খোঁজ রাখা
‘গৃহপ্রবেশ ‘ ধারাবাহিক পরিচালনা করছেন রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty)। তাই সমস্ত দিকে তাঁর নজর। তবে তিনি জানিয়েছেন, যেহেতু ধারাবাহিকের প্রোডিউসার শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), তাই শুভশ্রীও সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ ভাবে খোঁজ রাখেন। রাজের কথায়, শুভশ্রী ধারাবাহিকের লাভ ক্ষতিরও হিসাব রাখেন। অর্থাৎ ধারাবাহিক কেমন চলছে ,দর্শক কিভাবে নিচ্ছেন, ধারাবাহিকে কতটা লাভ হল সবই খোঁজ রাখেন শুভশ্রী গাঙ্গুলী। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলীর মতে, লাভ-ক্ষতির হিসাব রাখাটাই স্বাভাবিক। শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলীর ( Subhashree Ganguly) কাছেই নয়, কাজের ক্ষেত্রে সবাই তাই করে থাকেন। সেখানে শুভশ্রী বা ব্যতিক্রম থাকবেন কেন?
আরও পড়ুন: Dev -Subhashree: মাত্র ৫ মিনিটের প্রস্তুতি! ফাঁস দেব-শুভশ্রীর মঞ্চ কাঁপানোর সিক্রেট
ধারাবাহিকে অংশ নেওয়া
সম্প্রতি টিভির পর্দায় আসতে চলেছে ‘ গৃহপ্রবেশ’ ধারাবাহিকে গৃহপ্রবেশের অনুষ্ঠান। আর সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাজির হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী। স্টার জলসার পর্দায় এক সুন্দর মুহূর্ত ফুটে উঠবে। এপিসোড ভরে উঠবে নাচে গানে আড্ডায়। ধারাবাহিকের সদস্যদের সাথে থাকবেন শুভশ্রী গাঙ্গুলিও । এই অনুষ্ঠানটি দেখা যাবে ঠিক রাত দশটায় স্টার জলসায়।