ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন ভারতের স্ত্রী।’ রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়ালের বক্তব্যে হাসির রোল উঠল সংসদে(Rajasthan MP)।সোমবার থেকেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় সরগরম লোকসভা। শুরু হয়েছে শাসক-বিরোধী জোর তরজা। তবে রাজনীতির ভারী ভারী কথার মধ্যেও হাস্যরস খুঁজে নিয়েছেন সাংসদরা। যেমন হনুমান বেনিওয়ালের বক্তব্য শুনেই হেসে গড়িয়ে পড়লেন শাসক থেকে বিরোধী দুই শিবিরের সাংসদরাই।
পাক অধিকৃত কাশ্মীর (Rajasthan MP)
লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কে অংশ নেন রাজস্থানের নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল(Rajasthan MP)। অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই কটাক্ষের সুরে তিনি বলেন, ‘নাম শুনে মনে হচ্ছে ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এখন পাকিস্তান ভারতের স্ত্রী। পাকিস্তানকে তাহলে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হোক।’ অপারেশন সিঁদুর চলাকালীন যেভাবে করাচি, ইসলামাবাদ, লাহৌরের মতো পাকিস্তানি শহরগুলি ভারতীয় সেনা দখল করে নিয়েছে বলে ভুয়ো খবর রটেছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন বেনিওয়াল। কেন পর পর তিনবার ক্ষমতায় এসেও এনডিএ সরকার পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে পারল না, সেই প্রশ্নও তোলেন তিনি।পাকিস্তানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের নাম কেন অপারেশন সিঁদুর দেওয়া হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ব্যাখ্যা দিতে হবে বলেও দাবি করেন রাজস্থানের সাংসদ।

‘পাকিস্তান এখন ভারতের স্ত্রী’ (Rajasthan MP)
অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে কটাক্ষ করে বেনিওয়াল বলেন, দু দিন ধরে মিডিয়ায় প্রচার চলল যে লাহৌর, করাচি দখল হয়ে গিয়েছে, ইসলামাবাদে ভারতীয় পতাকা উড়ছে(Rajasthan MP)। তখন মনে হচ্ছিল পাকিস্তান তো দখলই হয়ে গিয়েছে। আপানারা আবার এই অভিযানের নাম রেখেছেন ‘অপারেশন সিঁদুর।’ শুনে মনে হচ্ছিল ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। হিন্দু ধর্মে মহিলা নিজেদের স্বামীকেই সিঁদুর বলে মানেন। স্বামীরা মহিলাদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তাহলে পাকিস্তানকে সিঁদুর পরিয়ে দিলে পাকিস্তান এখন ভারতের স্ত্রী। শুধু শ্বশুরবাড়ি আসা বাকি। তাহলেই সব ঝামেলা মিটে যায়।’ সাংসদের এই মন্তব্য শুনেই হাসিতে ফেটে পড়েন লোকসভায় উপস্থিত অন্যান্য সাংসদরা।
আরও পড়ুন-New UPI Rules: আগস্ট থেকেই ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম! না জানলে সমস্যায় পড়তে পারেন
লোকসভায় হাসির রোল (Rajasthan MP)
এরই মধ্যে শাসক শিবির থেকে কেউ একজন বেনিওয়ালকে দ্রুত তাঁর বক্তব্য শেষ করতে বলেন(Rajasthan MP)। তখন আরএলপি সাংসদ বলেন, ‘নিজেরা তো আধ ঘণ্টা বক্তব্য রাখলেন। এখন আমাকে বলছেন ঝটপট বক্তব্য শেষ করতে। এরমধ্যে তাঁর সময় শেষ হয়ে গিয়েছে বলে ঘণ্টা বাজান অস্থায়ী অধ্যক্ষ। তা শুনেই ফের হনুমান বেনিওয়াল বলেন, আবার কী হল? একে তো সকাল সাড়ে দশটায় বক্তব্য রাখার সময় দিয়েছেন। আমার কথা কোনও সংবাদপত্রে ছাপবে না। সোশ্যাল মিডিয়া দিয়েই কাজ চালাতে হবে। সাংসদের এই মন্তব্য শুনে ফের হাসির রোল ওঠে লোকসভায়।

গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন (Rajasthan MP)
একই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন বেনিওয়াল(Rajasthan MP)। জঙ্গিরা যে পহেলগাঁওয়ে হামলা চালাতে পারে, আগে থেকে সেই খবর কেন গোয়েন্দারা পেলেন না, সেই প্রশ্নও তুলেছেন আরএলপি সাংসদ। পাশাপাশি অগ্নিবীর নিয়োগ বন্ধ করে সেনাবাহিনীতে আগের মতোই পূর্ণ সময়ের নিয়োগ শুরু করারও দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, অগ্নিবীরদের নিয়োগ করায় সেনাবাহিনীর মনোবল ভেঙে গিয়েছে।
