Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় (Ram Navami 2025) মিছিল এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যা শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই কলকাতা এবং জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে মিছিল।
পথে নেমেছে বিজেপি, তৃণমূল (Ram Navami 2025)
রাস্তায় নেমেছে বিজেপি এবং তৃণমূলের সমর্থকরা, এবং তারা একে অপরের (Ram Navami 2025) বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শন করছে। আজকের দিনে রামনবমী উপলক্ষে কলকাতা এবং জেলার নানা এলাকায় মিছিলের ফলে রাস্তায় ভিড় এবং ট্রাফিক জ্যাম হতে পারে, তাই পথ চলার আগে কিছু তথ্য জানা থাকা প্রয়োজন।
৮০টিরও বেশি রামনবমী অনুষ্ঠান (Ram Navami 2025)
কলকাতায় আজ প্রায় ৮০টিরও বেশি রামনবমী অনুষ্ঠানের আবেদন (Ram Navami 2025) জমা পড়েছে। এর মধ্যে ৫টি বড় শোভাযাত্রা রয়েছে, যা কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাবে। কাশীপুর ব্রিজ থেকে শুরু হওয়া শোভাযাত্রা কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, বরানগর বাজার, সিঁথির মোড়, বিটি রোড এবং খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে। অন্যদিকে, ক্যানিং স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি এবং কলুটোলা হয়ে বড়বাজার পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা হবে। এছাড়া, হেস্টিংস থেকে একটি শোভাযাত্রা বেরোবে, যা খিদিরপুর হনুমান মন্দির হয়ে কলকাতা বন্দর পর্যন্ত যাবে। এ ছাড়া, এন্টালি থেকে একটি শোভাযাত্রা রামলীলা ময়দান হয়ে ক্রিস্টোফার রোড পর্যন্ত যাবে।
জেলাতেও মিছিল
এছাড়াও জেলার বিভিন্ন জায়গাতেও রামনবমী উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। হাওড়ায় শিবপুরের কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে হাওড়া ময়দানে পৌঁছাবে একটি মিছিল। এ মিছিলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত থাকার কথা। হাইকোর্টের অনুমতিতে বিশ্ব হিন্দু পরিষদও একটি মিছিলের আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণকারীদের নাম এবং পরিচয়পত্র পুলিশের কাছে জমা দিতে হবে।
কড়া পুলিশি নিরাপত্তা
উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৬ কিলোমিটার ব্যাপী র্যালি অনুষ্ঠিত হচ্ছে, যা রামনবী উদযাপন সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত। এখানে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে এবং বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলছে। মালদা এবং হুগলির সিঙ্গুরেও রামনবমী উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজেপি বিধায়কের লাঠিখেলা
আরও পড়ুন: Fake New Aadhar Card: জিবলি দিয়ে তৈরী নকল আধার কার্ড, বাড়ছে আইনি জটিলতা!
এছাড়া দুর্গাপুরের কাদারোড মেনগেট এলাকায় মিছিলে হাঁটার ফাঁকে বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুই লাঠি খেলার অংশগ্রহণ করেন, যা নিয়ে আলোচনা চলছে। আজকের দিনটি তাই কলকাতা ও জেলার নানা এলাকায় মিছিল এবং শোভাযাত্রার কারণে যানজট এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কিছু পথ এড়িয়ে চলা উচিত।