ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “বাবা মায়ের সঙ্গম দেখবে?” (Ranveer Allahbadia Controversy) এমনই এক বিতর্কিত মন্তব্যে বিপাকে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার (YouTuber) রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। যখন তিনি দুর্দিনে রয়েছেন, তখন নাকি তার হাত ছাড়লেন প্রেমিকা। যদিও রণবীর প্রেমের সম্পর্ক সেভাবে কখনই স্বীকার করেননি। তবে শোনা যায়, রণবীর এবং নিক্কি দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। সাম্প্রতিক বিতর্কের জেরে চিড় ধরেছে সেই সম্পর্কে।
বিতর্কিত মন্তব্য (Ranveer Allahbadia Controversy)
সম্প্রতি কৌতুক শিল্পী সময় রায়নার অনুষ্ঠান ইন্ডিয়াস গট ল্যাটেন্টে এসেছিলেন ইউটিউবার রণবীর (Ranveer Allahbadia Controversy)। সেখানে তিনি বিচারক হিসেবে ছিলেন। এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা মাকে সঙ্গম করতে দেখবে? নাকি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে? “
ইউটিউবারের হাত ছাড়লেন প্রেমিকা নিক্কি! (Ranveer Allahbadia Controversy)
তাঁর মন্তব্য ঘিরেই ওঠে বিতর্কের ঝড় (Ranveer Allahbadia Controversy)। রণবীরের নামে ছিঃ ছিঃ পড়ে যায়। অনেকে প্রশ্ন তুলতে থাকেন, ডার্ক কমেডির নামে যে সমস্ত অশ্লীলতা ছড়ানো হচ্ছে, তা কি আদৌ যুক্তিযুক্ত? এসব থেকে বর্তমান প্রজন্ম শিখবে কী ? আবার অনেকেই বলতে থাকেন, রণবীরের মতো এরকম জনপ্রিয় বহু ইউটিউবার রয়েছেন, যারা এভাবেই অশ্লীলতাকে হাসির খোরাক বানান। কিন্তু সেগুলো কি আদৌ শিক্ষণীয়? যখন চারিদিকে এমনই বিতর্কের ঝড়, তখনই শোনা গেল দুর্দিনে ইউটিউবারের হাত ছাড়লেন প্রেমিকা নিক্কি শর্মা। ব্যক্তিগত জীবন কিংবা এই প্রেম সংক্রান্ত বিষয়ে এখনও কিছু বলেননি রণবীর। এখন তিনি জড়িয়েছেন একাধিক আইনি সমস্যায়।
আরও পড়ুন: Chiranjeevi: “নাতি চাই!” চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্ক, ইন্টারনেটে সমালোচনার ঝড়
কমছে ফলোয়ার্সের সংখ্যা
শুধু বান্ধবী রণবীরের হাত ছাড়লেন না, বরং পাশাপাশি কমল প্রায় ৫০ হাজার ফলোয়ার্স। সোশ্যাল মিডিয়ায় রণবীরের যথেষ্ট দাপট ছিল। উত্তরোত্তর তার ফলোয়ার্স বাড়ছিল। সেখানে এবার দেখা গেল উল্টো চিত্র। ২৪ ঘন্টায় ইন্সটাগ্রামে পঞ্চাশ হাজার ফলোয়ার্স হারানো মুখের কথা নয়। যেখানে গত ৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এই ইউটিউবারের ফলোয়ার্স সংখ্যা ছিল প্রায় ৪৫.২৭ লক্ষ। ১১ ফেব্রুয়ারিতে দাঁড়ায় ৪৪.৮০ লক্ষতে। ইনস্টাগ্রামে তার আরও একটি অ্যাকাউন্ট আছে। সেখানেও ফলোয়ার্সের সংখ্যা ৩৪.৩৯ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ৩৪.২১ লক্ষে।
দায়ের এফআইআর
ইতিমধ্যেই এই ইউটিউবারের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মহারাষ্ট্রে পুলিশ থেকে শুরু করেনি অসম পুলিশ, তাকে ছেড়ে কথা বলেনি। এফআইআর দায়ের করেছে। বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে সংসদ। জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাংসদ রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সংসদের পক্ষ থেকে তাকে সমনও পাঠানো হতে পারে। এমন সম্ভবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: Shah Rukh Khan: হলিউডে শাহরুখ খানের ধামাকাদার এন্ট্রি, দেখা যাবে অ্যাভেঞ্জার দলে!
ঐতিহ্যকে অসম্মান
ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে , জনপ্রিয় এই ইউটিউবার ভারতীয় সংস্কৃতি, পরিবারের পরম্পরা এবং ঐতিহ্যকে অসম্মান করেছেন। যদিও রণবীর প্রকাশ্যে সবার সামনে ক্ষমা চেয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আপাতত বিতর্কিত মন্তব্যের জেরে বেশ বিপাকেই রয়েছেন বিয়ার বাইসেপস।