Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার (Vijay Deverakonda) সাথে রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) সম্পর্কের গুঞ্জন আজকের নয় (Rashmika-Vijay)। তবে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা বিজয়। বরং এ প্রসঙ্গে উঠলেই তিনি বারবার এড়িয়ে গিয়েছেন। এমনকি তাঁর মুখে শোনা যাচ্ছে, পুরো বিপরীত কথা অর্থাৎ তিনি নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে চান। কেন বললেন এমন কথা? তবে কী তাঁদের সম্পর্ক নিছকই গুঞ্জন? জীবন নিয়ে কী বললেন অভিনেতা?
অনুসরণ নয় (Rashmika-Vijay)
দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্কের কথা বহুবার উঠে এসেছে (Rashmika-Vijay)। কিন্তু সম্পর্কের কথা বললেই বিজয় এড়িয়ে যায়। সমাজমাধ্যমে তাঁদের একসাথে কোনও ছবিও নেই। সমাজ মাধ্যমে রশ্মিকাকে অনুসরণও করতে দেখা যায় না অভিনেতাকে। অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেলেও, ব্যক্তিগত জীবন সকলের সম্মুখে আসুক তা তিনি পছন্দ করেন না। তাঁর মতে, তিনি কতটা সফল তা জানেন না। তবে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখাটাই পছন্দ করেন। মনে করেন, তিনি যে সাফল্য পান তা ব্যক্তি মানুষের জন্য পান না, তাঁর ছবির জন্য পান। যদিও এই সাফল্য তিনি উপভোগ করেন।
দ্বৈত সত্তার কাজ (Rashmika-Vijay)
অভিনেতা বিজয় দেবরকোন্ডার (Vijay Deverakonda) মতে, তাঁর মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। অর্থাৎ কখনও অভিনেতা হয়ে সকলের কাছে পরিচিত হতে চান আবার কখনও অদৃশ্য হয়ে থাকতে চান (Rashmika-Vijay)। তিনি মনে করেন, মুখোশের আড়ালে থেকে যেতে পারলে ভালো হত । কারণ বিজয়ের মতে, অভিনেতা হিসাবে যেমন সকলের কাছে ভালোবাসা পেয়েছেন, তেমনি অভিনেতা হিসাবেই সকলের কাছে পরিচিতি থাকবে। আবার অন্যদিকে নিজেকে নিজের মতো করে খুশি রাখতে চান।
আরও পড়ুন: Bonny-Darshana: অসম বয়সী বন্ধুত্বে বনি-দর্শনা, সামনে মারাত্মক চ্যালেঞ্জ!
জীবনকে আলাদা ভাবে দেখা
অভিনেতা দুটো জীবনকে আলাদা ভাবে দেখতে চেয়েছেন। একদিকে অভিনেতার জীবন, অন্যদিকে নিজের ব্যক্তিগত জীবন। তিনি তাঁর জীবনের দুটো দিক আলাদা ভাবে উপভোগ করতে চেয়েছেন। আর অনেকেই মনে করছেন, সে কারণেই হয়ত তিনি ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন না, তাই এড়িয়ে যাচ্ছেন বার বার। আসলে এই অভিনেতা অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাছাড়া তাঁদের অভিনয় ও কেমিস্ট্রি বা রসায়নের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে অনুরাগীদের। তাই এই জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন, তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তবে অভিনেতা কখনই রশ্মিকার সাথে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেননি।
আরও পড়ুন: Dev: লন্ডনের মাটিতে দেবের ধূমকেতু ম্যাজিক! গানে গানে দিলেন বড় আপডেট
বার বার এড়িয়ে যাওয়া
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথম ‘গীতা গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধেছিলেন রশ্মিকা ও বিজয় (Rashmika-Vijay)। ২০১৯ এ ‘ডিয়ার কমরেড’ এ জুটি হিসাবে দেখা যাওয়ার পর সেভাবে জুটি হিসাবে তাঁরা ধরা দেননি। তবে বিজয়ের প্রসঙ্গ আসলে রশ্মিকার মুখে হাসি ফুটেছে বারবার। বিজয় কিন্তু সেই সম্পর্কের কথা বারবার এড়িয়ে গিয়েছেন।