ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ফের মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে দিল্লি। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে নয়া মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করল বিজেপি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শালিমারবাগের বিধায়ক রেখা গুপ্ত (Rekha Gupta)। শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ, আতিশী মার্লেনার পর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী (Rekha Gupta) পেল দিল্লি। সূত্রের খবর, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রবেশ বর্মা। দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিনী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্ত (Rekha Gupta)
প্রায় তিন দশক পর রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি।এতবছর পর ক্ষমতায় ফিরে, মুখ্যমন্ত্রীর আসনে গেরুয়া শিবির কাকে বসায় নজর ছিল সেদিকে। অবশেষে একঝাঁক হেভিওয়েটকে পিছনে ফেলে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত (Rekha Gupta)। গত ৫ ফেব্রুয়ারির ভোটপর্বের ১১ দিন পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসাবে রেখার নাম ঘোষণা করল ‘পদ্ম’শিবির। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়। যদিও পরে দলের তরফে জানানো হয়, রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়কে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদেরই পৌরোহিত্যে নবনির্বাচিত বিধায়করা নতুন দলনেতা ঠিক করেন।
কে এই রেখা গুপ্ত ? (Rekha Gupta)
রেখা ছোট থেকেই আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। দিল্লিতে গেরুয়া শিবিরের যুবনেত্রী হিসাবেও বেশ পরিচিত রেখা (Rekha Gupta)। তিনি ১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। ১৯৯৪ সালে দৌলত রাম কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হন। পরের বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক হন। বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হন ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে স্পেয়ার পার্টস ব্যবসায়ী মণীশ গুপ্তকে বিয়ে করেন তিনি। ২০০৭ সালে রাজনীতির ময়দানে রেখার প্রথম সাফল্য় মেলে দিল্লির পুরভোটে। উত্তর পিতমপুরার কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে, রেখা গুপ্তা শালিমার বাগ (উত্তর-পশ্চিম) আসন থেকে ৬৮,২০০ ভোটে জিতেছিলেন।সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনেও আপের ১০ বছরের শক্ত ঘাঁটি শালিমারবাগে রেখার উপরে আস্থা রেখেছিল বিজেপি। ২৯৫৯৫ ভোটে আপের বন্দনা কুমারীকে হারান রেখা।
আরও পড়ুন : দিল্লিতে পদপিষ্টের ঘটনার দায় কার? আদালত চত্বরে প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ!
মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস
রেখা গুপ্তর নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান। তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়।
রেখা গুপ্তার নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আসতেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন অতিশীও। তিনি বলেন, “নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তাকে অভিনন্দন জানাই। আমি আশা করি, দিল্লিবাসীকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে। আমি AAP-এর তরফ থেকে বলতে পারি, আমাদের দল উন্নয়নমূলক কাজে বিজেপি সাহায্য করতে সবসময় প্রস্তুত আছে। তিনি দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটা খুব ভালো ব্যাপার যে প্রচুর উৎসাহ নিয়ে মহিলারা রাজনীতিতে আসছেন।”
রেখা গুপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালও ।
আরও পড়ুন : আদানি ঘুষকান্ডের তদন্ত, মোদী সরকারের সাহায্য চাইল মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
লক্ষীবারে শপথগ্রহণ
বৃহস্পতিতে রাজধানীর বিখ্যাত রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ ক্যাবিনেট পর্যায়ের কয়েকজন মন্ত্রী। দলীয় সূত্রে খবর, ২০ শে ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ১২.৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রেখা গুপ্ত এবং মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।অনুষ্ঠানে প্রচুর ভিড় হবে বলে আশা করা হচ্ছে এবং প্রায় ৪০ জন সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রামলীলা ময়দানে উপস্থিত থাকবেন।দলীয় কর্মী, আরডব্লিউএ, সমাজের একাংশ এবং সাধু-সন্ত-সহ প্রায় ৫০ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হবে।