ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অগস্থ্যকে জড়িয়ে ধরলেন রেখা (Rekha)। কাপুর পরিবারে (Kapoor family) এখন এলাহি কাণ্ড। রাজ কাপুরের (Raj Kapoor) শতবর্ষ জন্মদিন বলে কথা। এই বিশেষ দিন উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে কাপুর পরিবার। সেখানে বলিউডের (Bollywood) কারা নেই! চেনা পরিচিত সমস্ত সেলিব্রিটিদেরই দেখা যাচ্ছে। সেখানেই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্থ্যকে (Agastya Nanda) জড়িয়ে ধরলেন রেখা (Rekha)। সেই ভিডিও এখন নেটপাড়ার ভাইরাল।
ধেয়ে এল তির্যক মন্তব্য (Rekha)
অনেকে নানান কথা বলছেন। কেউ তির্যক মন্তব্য করছেন, আবার কেউ বা বাহবা দিচ্ছেন। আবার কেউ বা বলছেন ভীষণ মিষ্টি একটি মুহূর্ত। এমনি থেকেই অমিতাভের সঙ্গে রেখার (Rekha) সম্পর্ক নিয়ে বালিপাড়ায় গুঞ্জনের শেষ নেই। মাঝেমধ্যেই বিষয়টা হট টপিকের মতো হয়ে যায়। অমিতাভ আর রেখা, তাদের প্রেম কাহিনী নিয়ে কত যে গল্প লেখা হয়ে গেল। যদিও রেখা অকপটে বারংবার স্বীকার করেছেন, অমিতাভকে তিনি মন দিয়েছেন। কিন্তু এত বছর পেরিয়ে যাবার পরেও সেই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও জল্পনার শেষ নেই।
রাজ কাপুরের শতবর্ষ চলচ্চিত্র উৎসব (Rekha)
১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া রাজ কাপুরের শতবর্ষ চলচ্চিত্র উৎসবের উদযাপন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত (Rekha)। যেখানে দেখানো হচ্ছে রাজ কাপুরের দশটি অসাধারণ সিনেমা। বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে সিনেমা গুলো। গত শুক্রবার রাতে তেমনি একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে গোটা কাপুর পরিবার।
আরও পড়ুন: Dui Shalik Upcoming Episode: দুই শালিকে বউ চুরি, আঁখিকে নিয়ে মণ্ডপ থেকে পালাবে দেবা!
সেলিব্রিটিদের মেলা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সেলেব্রিটি। তালিকায় ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নিতু কাপুর, কারিনা কাপুর খান, রণধীর কাপুর, করিশ্মা কাপুর, সাইফ আলি খান সহ অনেকে। আর সেখানেই আলাদা করে নজর কাড়লেন রেখা। অগস্থ্য নন্দাকে জড়িয়ে ধরলেন রেখা। অপরদিকে অগস্থ্য মাথা নিচু করে রেখাকে সম্মান দেখালেন। এর পিছনে রয়েছে অমিতাভ-রেখাকে ঘিরে দীর্ঘদিনের প্রেম।
জয়া বচ্চনকে মেনশন
ভিডিওর কমেন্ট বক্স সঙ্গে সঙ্গে ভরে উঠল নানান প্রতিক্রিয়ায়। জয়া বচ্চনকে মেনশন করে নানান মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কাপুর পরিবারের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক বেশ ভালো। আত্মীয়তার মতো। তাছাড়া অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা কাপুর পরিবারের আত্মীয়। তাই এই দিন অনুষ্ঠানে শ্বেতা নন্দাও ছেলেকে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: Raj Chakrabarty: দর্শক হারাচ্ছে বাংলা ছবি, সাপোর্ট করার লোক নেই! অভিমানী রাজ
তবে রেখা আর অগস্থ্যকে একসঙ্গে দেখে যে বিতর্ক শুরু হয়েছে, এই ধরনের বিতর্ক একেবারেই নতুন নয়। আর এই বিতর্ককে রেখা পাত্তা দেন না। আবার জয়া বচ্চনও পাত্তা দেন না। এই বিষয়গুলো এনাদের কাছে একেবারেই পুরনো। এনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য আলাদা টিম রয়েছে। তারাই পুরো ব্যাপারটা দেখেন।