ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্পর্কে(Relationship Tips For Smile) একে-অন্যকে সম্মান দেওয়া, মূল্যবোধ বোঝা খুব জরুরি। তবে এগুলোই শুধু সম্পর্ককে আগামী দিনে সুন্দর করে তোলে, তা নয়। সম্পর্কে ভালোবাসা, একে-অন্যের প্রতি টান থাকাটা জরুরি। সম্পর্ককে মজবুত করে কমিউনিকেশন ও মূল্যবোধ। দু’জন দু’জনের সঙ্গে বসে খোলাখুলি আলোচনা করলে অনেক সমস্যার সমাধান বের করা সম্ভব। ইমোশন পত্রিকায় প্রকাশিত নতুন গবেষণা বলছে, যে সব যুগল বা দম্পতিরা একসঙ্গে হাসাহাসি করেন, তাঁদের সম্পর্ক অন্যদের তুলনায় অনেক বেশি মজবুত হয়। প্রিয় মানুষকে হাসতে দেখলে স্ট্রেস কমে যায়। এটাই সম্পর্ককে আরও মধুর করে তোলে। পার্টনারের হাসি মুখ দেখেই মন ভালো হয়ে যায় অনেকের। তাই সম্পর্ক ভালো রাখার সব থেকে বড় উপায় প্রিয়জনের মুখের হাসি। সব বিষয়ে একটা সুন্দর হাসির মধ্যে দিয়ে প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করানো।
ইমোশনাল বন্ডিং মজবুত করে তোলে (Relationship Tips For Smile)
কাপলদের মধ্যে ইমোশনাল বন্ডিংকে আরও মজবুত করে তুলতে সাহায্য করে একটু হাসি(Relationship Tips For Smile)। কোনও কথোপকথনের মাঝে যদি একসঙ্গে হেসে ওঠেন, এতে সম্পর্কের ভিত মজবুত হয়।
কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস (Relationship Tips For Smile)
আবার প্রিয়জনের হাসি মুখ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস জোগায়(Relationship Tips For Smile)। আবার কোনও মজার বিষয় শুনে দু’জনে এক সঙ্গে হেসে উঠলেন, আবার কখনও দু’জনের ভালো লাগার বিষয়গুলো একই বলে হাসলেন। অট্টহাসি হোক কিংবা মুচকি হাসি— যেমনই হোক, স্মাইল করলেই সম্পর্ক সুন্দর থাকবে।

আরও পড়ুন:Rose Day Lucky Zodiacs: প্রেমের দিক দিয়ে ‘রোজ ডে’-তে ভাগ্যবান কোন কোন রাশি?
অবচেতন সিগন্যাল
গবেষণায় দেখা গিয়েছে, পার্টনাররা একে-অন্যের হাসিতে কী ভাবে প্রতিক্রিয়া দেন, সেখান থেকেই বোঝা যায় তাঁদের সম্পর্ক(Relationship Tips For Smile)। এটাকে অবচেতন সিগন্যালও বলা যায়, যার দ্বারা একে-অন্যের সঙ্গে তাঁরা কতটা কানেক্টেড, সেটাও বোঝা যায়।
রাগ গলে জল হয়ে যায়
হাজার রাগারাগি, ঝগড়া-অশান্তির মাঝে একটা ছোট্ট মিষ্টি হাসি, মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আপনার মিষ্টি হাসি দেখে যদি পার্টনারের সমস্ত রাগ গলে জল হয়ে যায়, বুঝবেন ভালোবাসা এখনও আছে। রাগ যদি সুন্দর একটা হাসিতে গলে যেতেই পারে তাহলে আর ঝগড়া কেন বা ঝগড়ার সময় অনেক উস্কানি দিয়ে কথা না বললে হেসে দিলেই তো হয়ে যায়।
আরও পড়ুন:Dry Food for Travel: ঘুরতে যাচ্ছেন? ব্যাগে রাখুন এই শুকনো খাবার
অকথিত ইঙ্গিত
হাসি হলো এক ধরনের অকথিত ইঙ্গিত। যে ইঙ্গিত অনেক ধরনের অর্থ বহন করতে পারে। সে হাসি কখনও রোম্যান্সের হতে পারে, আবার কখনও পাশে থাকার। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো, দু’জনের মধ্যে সম্পর্কের ভিতকে মজবুত ও সুন্দর করে তোলে। আপনার হাসি দেখে আপনার পার্টনার অবশ্যই বুঝতে পারবে আপনি কি বলতে চাইছেন। তাই সম্পর্ক ঠিক রাখুন, একে অপরের সাথে মন খুলে হাসতে থাকুন।