Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমে হাঁসফাঁস করার পর এবার পালা ভিজে যাওয়ার! এবার আবহাওয়ার মেজাজ বদলেছে। একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি (Bengal Weather)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস (Bengal Weather)।
ইতিমধ্যেই শনিবার শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার জেরে তাপমাত্রাও অনেকটাই কমে গিয়েছে। পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবারের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। একই ধরনের পরিস্থিতি হতে পারে শহরতলির হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। বিশেষ করে উত্তর ২৪ পরগনায় এই সতর্কতা মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বজায় থাকবে।
কোন কোন জেলায় বৃষ্টি কবে? (Bengal Weather)
দক্ষিণবঙ্গ:
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর: রবিবার ও বুধবার বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া: সারা সপ্তাহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া: ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি, বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান: রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আরও পড়ুন:DA মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য, ৪ সপ্তাহের মধ্যে বকেয়া DA দেওয়ার নির্দেশ
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
তাপমাত্রায় পরিবর্তন (Bengal Weather)
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কোথাও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি, যা প্রায় স্বাভাবিক।