ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জানুয়ারির ২৯ তারিখে, ২০২৫ সালের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে দিল্লির ঐতিহাসিক বিজয় চকে অনুষ্ঠিত হবে বিটিং রিট্রিট অনুষ্ঠান (Republic Day 2025)। রাইসিনা হিলসের পটভূমিতে অস্তমিত সূর্যের মোহময় দৃশ্যের মাঝে, ভারতীয় সুরের ঝঙ্কারে ভরে উঠবে সমগ্র প্রাঙ্গণ। এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবে ভারতীয় সেনা (IA), নৌবাহিনী (IN), বিমানবাহিনী (IAF) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF)-এর ব্যান্ড।
প্রধান অতিথি ও অনুষ্ঠানের শুরু (Republic Day 2025)
এই অনুষ্ঠানে (Republic Day 2025) উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা, উচ্চপদস্থ আধিকারিক ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানের সূচনা হবে ‘কদম কদম বাঢ়ায়ে যা’ সুর দিয়ে, যা বাজাবে ম্যাসড ব্যান্ড। এরপরে শোনা যাবে ‘আমার ভারতী’, ‘ইন্দ্রধনুষ’, ‘জয় জনম ভূমি’, ‘নাতি ইন হিমালয়ান ভ্যালি’, ‘গঙ্গা যমুনা’ এবং ‘বীর সিয়াচেন’-এর মতো মনমুগ্ধকর সুর।
CAPF ও অন্যান্য ব্যান্ডের পরিবেশনা (Republic Day 2025)
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF) ব্যান্ড পরিবেশন করবে ‘বিজয় ভারত’, ‘রাজস্থান ট্রুপস’, ‘অ্যায় ওয়াতন তেরে লিয়ে’ এবং ‘ভারত কে জওয়ান’ (Republic Day 2025)।
বায়ু সেনার ব্যান্ড বাজাবে ‘গ্যালাক্সি রাইডার’, ‘স্ট্রাইড’, ‘রুবরু’ এবং ‘মিলেনিয়াম ফ্লাইট ফ্যান্টাসি’। অন্যদিকে, নৌবাহিনীর ব্যান্ড পরিবেশন করবে ‘রাষ্ট্রীয় প্রথম’, ‘নিশাক নিষ্পাদ’, ‘আত্মনির্ভর ভারত’, ‘স্প্রেড দ্য লাইট অফ ফ্রিডম’, ‘রিদম অফ দ্য রিফ’ এবং ‘জয় ভারতী’।
এর পরে স্থল বাহিনীর ব্যান্ড পরিবেশন করবে ‘বীর সপুত’, ‘তাকত ওয়াতন’, ‘মেরা যুবা ভারত’, ‘ধ্রুব’ এবং ‘ফৌলাদ কা জিগর’।
শেষ পর্ব ও জনপ্রিয় সুর
ম্যাসড ব্যান্ড শেষ পর্বে বাজাবে ‘প্রিয়ম ভারতম’, ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’ এবং ‘ড্রামার্স কল’। অনুষ্ঠান সমাপ্ত হবে বুগলারদের পরিবেশনায় ‘সারে জাহান সে আচ্ছা’ সুরের মাধ্যমে।
বিভিন্ন ব্যান্ডের নেতৃত্ব ও নির্দেশনা
অনুষ্ঠানের প্রধান কন্ডাক্টর থাকবেন কমান্ডার মনোজ সেবাস্টিয়ান। স্থল বাহিনীর ব্যান্ডের কন্ডাক্টর থাকবেন সুবেদার মেজর (অনারারি ক্যাপ্টেন) বিষাণ বাহাদুর। নৌবাহিনী এবং বায়ু সেনার ব্যান্ড পরিচালনা করবেন এম অ্যান্টনি (MCPO MUS II) এবং ওয়ারেন্ট অফিসার অশোক কুমার। CAPF ব্যান্ড পরিচালনা করবেন হেড কনস্টেবল জিডি মহাজন কৈলাশ মাধব রাও।
পাইপস অ্যান্ড ড্রামস ব্যান্ড পরিচালনা করবেন সুবেদার মেজর অভিলাষ সিং। বুগলারদের নেতৃত্বে থাকবেন নায়েব সুবেদার ভূপাল সিং।
অনবদ্য সমাপ্তি
বিটিং রিট্রিট অনুষ্ঠানের মাধ্যমে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক অনবদ্য সমাপ্তি ঘটবে। ভারতীয় সুরের মেলোডি, ঐতিহ্য এবং সামরিক শক্তির প্রতীক এই অনুষ্ঠান দেশবাসী ও অতিথিদের মনে অনন্য ছাপ রেখে যাবে।