ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড় স্বস্তি আম জনতার। দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার ৬ বছরে সর্বনিম্ন(Retail Inflation falls)। সরকার জুন মাসে খুচরো মূল্যস্ফীতির হার প্রকাশ করেছে, যা স্বস্তির। ভোক্তা মূল্য সূচক বা সিপিআই জুন মাসে ২.১০ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ২.৮২ শতাংশ।২০১৯ সালের জানুয়ারির পর যেটা সর্বনিম্ন। খাদ্যদ্রব্যের দাম হ্রাসের প্রভাব মুদ্রাস্ফীতির উপর দেখা গেছে।
খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস (Retail Inflation falls)
সোমবার খুচরো ও পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিবৃতি দেয় পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক(Retail Inflation falls)। সেখানে বলা হয়েছে, এ বছরের মে মাসের তুলনায় জুনে সিপিআই কমেছে ৭২ বেসিস পয়েন্ট। ফলে খুচরো মুদ্রাস্ফীতির হার ২.১ শতাংশে নেমে এসেছে। গত মে মাসে সিপিআই ভিত্তিক এই মুদ্রাস্ফীতির হার ছিল ২.৮২ শতাংশ। আর ২০২৪ সালের জুনে মূল্যবৃদ্ধির সূচক দাঁড়িয়েছিল ৫.০৮ শতাংশ।২০১৯ সালের জানুয়ারিতে সিপিআই ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল সর্বনিম্ন। ওই সময়ে সূচক ১.৯৭ শতাংশে গিয়ে থেমে যায়। পরবর্তী ছ’বছরে আর কখনই মুদ্রাস্ফীতির হারকে এতোটা নামতে দেখা যায়নি।

খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের প্রভাব (Retail Inflation falls)
সোমবার মুদ্রাস্ফীতির হারের তথ্য প্রকাশ করে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে যে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার কারণে সিপিআই-তে এই পতন দেখা গেছে(Retail Inflation falls)। জুন মাসে শাক-সব্জি, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য, মাছ-মাংস, শস্য জাতীয় খাবার, চিনি ও মিষ্টি এবং দুধ ও দুগ্ধজাত পণ্য এবং মশলার দাম কমেছে।
আরও পড়ুন-Bunker Buster: ‘বাঙ্কার বাস্টার’ তৈরি হবে কলকাতায়! পরীক্ষায় করতে আসছে ইজরায়েল
সর্বনিম্ন মুদ্রাস্ফীতি (Retail Inflation falls)
সরকারের পক্ষ থেকে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়েছে যে জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার মে মাসের তুলনায় ৭২ বেসিস পয়েন্ট কমেছে এবং এটি ২০১৯ সালের জানুয়ারি থেকে বার্ষিক ভিত্তিতে সর্বনিম্ন(Retail Inflation falls)। সেইসঙ্গে এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা ৪ শতাংশের নিচে রয়েছে। এটি টানা পঞ্চম মাস, যেখানে খুচরো মুদ্রাস্ফীতি এই সীমার নিচে। পাশাপাশি, দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার টানা ৮ম মাসের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের ৬ শতাংশের ঊর্ধ্ব সীমার নিচে রয়ে গেছে। এদিকে, গ্রামীণ মুদ্রাস্ফীতির হার -০.৯২শতাংশ এবং শহরাঞ্চলে মুদ্রাস্ফীতি -১.২২ শতাংশ।

আরও পড়ুন-Sharpshooter: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার! খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার
আরবিআই অনুমান প্রকাশ করেছে (Retail Inflation falls)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছরের শুরু থেকে টানা তিনবার সুদের হার কমিয়েছে এবং জুনে অনুষ্ঠিত এমপিসি সভার পর, ৫০ শতাংশ কমানোর ঘোষণা করা হয়েছে, যার পরে তা ৫.৫ শতাংশে নেমে এসেছে(Retail Inflation falls)। রেপো রেট কমানোর ঘোষণা করে, আরবিআই বলেছে যে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আশা করা হচ্ছে যে এটি অব্যাহত থাকবে। এর সঙ্গে, রিজার্ভ ব্যাঙ্ক এপ্রিলে ৪ শতাংশ থেকে ৩.৭০ শতাংশ অর্থবছরের জন্য খুচরো মুদ্রাস্ফীতির (সিপিআই) পূর্বাভাস সংশোধন করেছে। বিশ্লেষকরা মনে করছেন যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উন্নত সরবরাহ এবং সরকারের খাদ্য মজুদের উন্নত ব্যবস্থাপনা দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করেছে।
