ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামটি পহেলগাঁও হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এই নামকরণ করা হয়েছে ৷ ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত। আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম ‘সিঁদুর’ রেখেছেন প্রধানমন্ত্রী।
উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে (Operation Sindoor)
‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। অভিযোগ, পহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যাঁদের সদ্য বিয়ে হয়েছিল। তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্যবিধবা মহিলাদের করুণ ছবি সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছিল। উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল। ওই ছবিটিই ভারতের প্রত্যাঘাতের প্রতীকী ছবি হয়ে উঠেছে।
বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক (Operation Sindoor)
হিন্দু সধবা মহিলাদের মাথার সিঁদুর এখানে ‘শোক’, ‘স্মৃতি’ এবং ‘সংকল্প’-এর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে (Operation Sindoor)। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। মঙ্গলবার রাত ১.৪৪ নাগাদ ভারতীয় সশস্ত্র বাহিনী লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর সমন্বিত মিসাইল হামলা চালায়। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলিই সম্প্রতি পহেলগাঁও হামলার পেছনে ছিল। ভারতীয় সেনা সূত্রে খবর পাকিস্তানের অন্তত ১০০ কিলোমিটার ভেতরে আঘাত হেনেছে বায়ুসেনা। যেসব জাগায় হামলা কার হয়েছে সেগুলি অধিকাংই জঙ্গি ঘাঁটি।
হামলার বিরুদ্ধে ‘ কল্পনাতীত’ পদক্ষেপ
পাকিস্তানকে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে ‘ কল্পনাতীত’ পদক্ষেপ করার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে ভারতের সেনাকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।
অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা
সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। বিরোধী দলের নেতারাও ‘জয় হিন্দ’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা।