ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিআই তদন্তে খুশি নন নির্যাতিতা চিকিৎসকের পরিবার। এবার আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের। অভয়ার পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত (RG Kar Case in Supreme Court)।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। এখনও অনেক রহস্য উদঘাটন হয়নি, সেই সমস্ত দিক সিবিআই তদন্ত করুক এবং এই মামলার শুনানি হাইকোর্টে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ (RG Kar Case in Supreme Court) হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।
নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট (RG Kar Case in Supreme Court)
শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে দাবি করেন, নির্যাতিতার পরিবার বিচার কক্ষে উপস্থিত রয়েছেন। এই ঘটনায় সিবিআই-কে আরও তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট যেন দেয়। তার উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এই বিষয়ে তারা কোনও মন্তব্য করবেন না। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারে। পরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আবেদন শুনতে পারে। নির্যাতিতার পরিবারের এই আবেদন শুনতে কলকাতা হাইকোর্টের কোনও অসুবিধা বা বাধা নেই বলেই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সিবিআই তদন্তে অসন্তোষপ্রকাশ এবং আরও তদন্ত চেয়ে নির্যাতিতার পরিবারের যে আবেদন, সেই আবেদনের শুনানি এবার হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। কারণ, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আসার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ (RG Kar Case in Supreme Court) হয়েছিলেন নির্যাতিতার পরিবার। কিন্তু যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই নির্যাতিতার পরিবারের এই আবেদন শুনতে রাজি হননি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু সোমবার শীর্ষ আদালতের এই নির্দেশের পর নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে আর কোনও অসুবিধা রইলো না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চের।