ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাতের কর ফুরিয়ে গেছে, তবু বিচার পাওয়া যায়নি (RG Kar Case)। তিলোত্তমা কাণ্ডের বিচার তো দূরের কথা এখনও পাওয়া যায়নি ডেথ সার্টিফিকেট।
সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ (RG Kar Case)
মেয়ের সুবিচার চেয়ে দিল্লির পথে অভয়ার (RG Kar Case) বাবা-মা। বৃহস্পতিবার সকালে তাঁরা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। অভয়ার বাবা-মা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চাইলেও সময় না মেলায় তা সম্ভব হয়নি। তবে, তাঁরা সিবিআইয়ের ডিরেক্টর এবং নিজেদের আইনজীবীর সঙ্গে দেখা করে মেয়ের মামলায় সঠিক তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন।
সুবিচারের আশায়
সকাল সাতটা দশ মিনিটে অভয়ার বাবা-মা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের অভিযোগ, “সিবিআই তদন্ত ঠিকমতো করছে না। এর সবচেয়ে বড় প্রমাণ, আমরা এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি।
আরও পড়ুন: Panagagarh Accident: সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১, সাদা গাড়ির চালক বাবলুকে আটক করল পুলিশ!
আমরা সুবিচার চাই। তদন্ত যেন সঠিকভাবে হয়, সেই আবেদন করব।” রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তাঁরা ইমেল করলেও রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, দ্রৌপদী মুর্মু ব্যস্ত থাকায় সময় দিতে পারবেন না।

ন্যায়বিচারের সফর
অভয়ার বাবা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া, মামলাটি কলকাতা হাই কোর্টে আনার বিষয়েও আলোচনা করা হবে। অভয়ার বাবা-মার সঙ্গে দিল্লিতে যাচ্ছেন শিয়ালদহ কোর্টের আইনজীবী এবং চিকিৎসকদের একটি দল। এই সফরে তাঁরা মেয়ের ন্যায়বিচার পাওয়ার জন্য সবরকম প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন। অভয়ার পরিবারের এই লড়াই শুধু একটি পরিবারের নয়, বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই।