ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবান্ন অভিযানের সময় (RG Kar Protest) পুলিশের বিরুদ্ধে অভয়ার মাকে লাঠিপেটার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর আহত অভয়ার মাকে বেসরকারি মেডিকা হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কোনও ভর্তি ছাড়াই পর্যবেক্ষণে রেখেছে। এই সিদ্ধান্ত নিয়ে সরব হয়ে উঠেছে বাকি বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, “রাজ্য সরকারের চাপে” অভয়ার মাকে ভর্তি নেওয়া হয়নি।
কেমন আছেন তিনি? (RG Kar Protest)
অভয়ার বাবা বলেছেন, “পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা চলছে, তাঁর অবস্থা স্থিতিশীল (RG Kar Protest)।” তিনি আরও জানান, “হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরব।” হাসপাতাল থেকে জানানো হয়েছে, উদ্বেগজনক কোনও বিষয় নেই। মেডিকা হাসপাতালে নিয়ে আসার পর প্রথম থেকেই চিকিৎসা শুরু হয় তার। মাত্র দশ মিনিটের মধ্যেই সিটি স্ক্যান করা হয়। কিন্তু হাসপাতালের প্রশাসনিক স্তর পরবর্তী সময়ে ‘চাপের কারণে’ ভর্তি নিতে অস্বীকার করে। রাত সাড়ে নয়টা নাগাদ এই সিদ্ধান্ত জানানো হয়। এতে পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়।
অভয়ার বাবার অভিযোগ (RG Kar Protest)
তবে তাঁর অভিযোগ, প্রথমে হাসপাতাল ভর্তি নেওয়ার কথা বললেও পরে রাজ্য সরকারের চাপে সিদ্ধান্ত বদলায় (RG Kar Protest)। তাঁর কথায়, “শুরুতে ডাক্তাররা বলেছিলেন দুদিন রাখতে হবে। আমি বলেছিলাম এমন একটা ঘর দিন যাতে আমি থাকতেও পারি। কিন্তু রাতে জানানো হয়, আর ভর্তি রাখার দরকার নেই। বলল যে ওষুধ দেওয়া হয়েছে, তাতেই ২৪ ঘণ্টার মধ্যে ভালো হয়ে যাবে।”
চিকিৎসার নামে নাটক!
অভয়ার বাবার দাবি, হাসপাতাল প্রশাসন স্পষ্ট করে কিছু বলেনি, তবে ডাক্তাররা জানিয়েছেন যে উপর মহল থেকে চাপ রয়েছে। এমনকি, শনিবার রাত থেকেই হাসপাতালে এক পুলিশ গাড়ি এবং দু’জন পুলিশ মোতায়েন রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “ওরা কি পাহারা দিচ্ছে, না অপেক্ষা করছে কখন আমার স্ত্রী মারা যাবে?” পুলিশ অবশ্য জানিয়েছে, তারা শুধুই নির্দেশ মানছে। তিনি আরও বলেন, “হাসপাতালের অনেকে জানেন আমাদের মেয়ে কে ছিল। ওরা নিজেরাও বলেছে আমাদের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে চিকিৎসার নামে নাটক চলছে। একজন মায়ের ওপর পুলিশের লাঠি চলল, আর তারপর হাসপাতালও ভয় পাচ্ছে ভর্তি রাখতে!”
আরও পড়ুন: Uttarkashi Flash Flood: ক্ষতিপূরণে কাটছাঁট? হর্ষিল ও ধরালীতে রাজ্য প্রশাসনের আশ্বাসেও মেটেনি ক্ষোভ!
উল্লেখ্য, এক বছর আগে আর জি কর কাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল চিকিৎসক অভয়ার। সেই ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন তাঁর মা-বাবা। আর সেই পথে নামতেই বিপদের মুখে পড়লেন অভয়ার মা। অভয়ার বাবার বক্তব্য, “আমরা চাই, চিকিৎসা যেন সঠিকভাবে হয়, আর আমাদের মেয়ের মৃত্যুর বিচার যেন সত্যিই হয়। এখন যা হচ্ছে, তা দেখে মনে হচ্ছে কেউ চাইছে না আমরা সত্যিটা সামনে নিয়ে আসি।”