Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ (RIL AGM 2025), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করল। দুপুর ২টো থেকে শুরু হওয়া এই সভায় অংশগ্রহণ করলেন দেশের লক্ষাধিক বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডাররা। মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্সের আগামী দিনের দিশা কী হবে, তার একটি পরিষ্কার রূপরেখা উঠে এল আজকের এই সভায়।
ইন্ডিয়া ফার্স্ট’ (RIL AGM 2025)
সভার শুরুতেই রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি (RIL AGM 2025) বলেন, “ভারতের উত্থান এখন আর থামানো যাবে না। বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে এবং রিলায়েন্স তার পথিকৃৎ হয়ে থাকবে।” তিনি ‘ইন্ডিয়া ফার্স্ট’ উন্নয়ন মডেলের উপর জোর দেন এবং জানান, রিলায়েন্সের সমস্ত ভবিষ্যত বিনিয়োগ ও প্রকল্পই দেশের স্বার্থকে সামনে রেখে পরিচালিত হবে।
জিও-র গ্রাহক সংখ্যা ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে (RIL AGM 2025)
সবার নজর ছিল আজকের সবচেয়ে বড় ঘোষণায়-রিলায়েন্স (RIL AGM 2025) জিও-কে আগামী ২০২৬ সালের প্রথমার্ধে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বর্তমানে রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে, যা ভারতীয় টেলিকম খাতে এক বিশাল মাইলফলক।
AI অ্যাসিস্ট্যান্ট ‘রিয়া’
এদিন রিলায়েন্সের তরফ থেকে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পণ্যও উন্মোচন করা হয়। আকাশ আম্বানি জানান, জিওর নতুন ভয়েস-সহায়ক AI অ্যাসিস্ট্যান্ট ‘রিয়া’ চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন করতে পারবে বাংলাসহ একাধিক ভাষায়। একইসঙ্গে JioPC ও JioFrames নামে দুটি নতুন AI সক্ষম ডিভাইসের ঘোষণাও করা হয়। এগুলি আগামী মাস থেকেই বাজারে পাওয়া যাবে। এ ছাড়া, মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে AI-নির্ভর ‘JioStar’ নামের একটি নতুন প্রকল্পের কথাও প্রকাশ্যে আনা হয়।
আরও পড়ুন: Bonny-Koushani: মা, প্রেমিকার সাথে নতুন কাজ, সিরিয়াল বানাবেন বনি!
রিলায়েন্স এদিন আরও জানায়, সংস্থার জ্বালানি, খুচরো, এবং ডিজিটাল পরিষেবায় নতুন বিনিয়োগ আসছে, যার মধ্যে গ্রিন এনার্জি ও রিনিউয়েবল প্রজেক্ট রয়েছে। মার্কিন শুল্কনীতির প্রভাব থাকায় সংস্থা আপাতত মার্কিন প্রকল্পে বিনিয়োগ কমিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে বেশি নজর দিচ্ছে। এই সভায় রেকর্ড ডেট ছিল ১৪ আগস্ট, যার ভিত্তিতে ডিভিডেন্ড ও ভোটদানের অধিকার স্থির করা হয়েছিল। সভা সরাসরি সম্প্রচার করা হয় কোম্পানির ইউটিউব চ্যানেলে।