Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় তথা বাঙালি চলচ্চিত্র প্রেমীদের জন্য এক গর্বের মুহূর্ত (Ritabhari Chakraborty) । প্রথম বারের মতো পাপুয়া নিউগিনির তরফ থেকে অস্কারে পাঠানো হল একটি পূর্ণদৈর্ঘ্যর চলচ্চিত্র ‘পাপা বুকা’। আর সেই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
সম্মানের বিষয় (Ritabhari Chakraborty)
পাপা বুকা পরিচালনা করেছেন বিজু কুমার দামোদরন। ভারত এবং নিউগিনির মধ্যে সম্পর্ককে তুলে ধরা হয়েছে এই ছবিতে। পাপা বুকা নির্বাচিত হয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসে। এটি শুধুমাত্র ওই দেশের জন্য নয়, ভারতের জন্যেও সম্মানের বিষয়। কারণ এই ছবির পিছনে রয়েছে ভারতীয় নির্মাতা ও প্রযোজকদের গুরুত্বপূর্ণ ভূমিকা।
মূল গল্প কী? (Ritabhari Chakraborty)
ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এই ছবিতে একজন আন্তর্জাতিক গবেষক ও সমাজকর্মী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন পাপুয়া নিউগিনির প্রবীণ উপজাতি নেতা সাইন বোবোড়ো ও প্রকাশ বেরে। ছবিটি পাপুয়া নিউগিনির এক দূরবর্তী দ্বীপে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের কথা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, স্থানীয় সংস্কৃতির সংঘাতের একটি মানবিক চিত্র তুলে ধরা হয়েছে ।
রয়েছেন নামী ব্যক্তিরা (Ritabhari Chakraborty)
ছবিতে পিসিন, মালায়ালি বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ব্যবহার করা হয়েছে। সহ অভিনেতাদের মধ্যে রয়েছেন জন সাইক, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা ডাউমা, বারবার আনাতু। এছাড়াও রয়েছেন চিত্রগ্রাহক ইয়েধু রাধাকৃষ্ণণ, রিকি কেজ ,সহ চিত্রনাট্যকার ড্যানিয়েল জোনারধাগট ও আরও অনেকেই।
গর্ব অনুভব করা (Ritabhari Chakraborty)
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ( Ritabhari Chakraborty) কথায়, এটি শুধুমাত্র একটি সিনেমা নয় ,তাঁর কাছে এক সাংস্কৃতিক সেতুবন্ধন। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্রে অংশ হতে পেরে তিনি গর্বিত। বলা যেতে পারে, এই ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী সাথে পরিচয় হয়েছে এক নতুন দেশের।
সবশেষে বলা যেতে পারে পাপা বুকা শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি পাপুয়া নিউগিনি ও ভারতের মিলিত চিহ্ন। আর যে ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। যিনি প্রমাণ করেছেন বাংলা থেকে বিশ্বমঞ্চের পথ আর কঠিন নয়।
আরও পড়ুন: Language: বলা ও লেখার ভাষা গুলিয়ে ফেলছেন না তো ?
প্রসঙ্গত, জনপ্রিয় বাংলা টেলিভিশনে ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে ঋতাভরী অভিনয় শুরু করেছিলেন। টলিউড বলিউডের জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী কেবল অভিনয়ই নয়, তাঁর দৃষ্টিভঙ্গিতে বারবার নজর কেড়েছেন দর্শক ও সমালোচকদের। অভিনেত্রী নিজের সামাজিক অবস্থান ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেও তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের মুখ। ঋতাভরী বরাবরই তাঁর কর্মজীবনে বেছে নিয়েছেন ব্যতিক্রমী চরিত্র। তিনি কেবল সৌন্দর্য দিয়ে নয়, চরিত্রের গভীরতা ও আবেগপূর্ণ দৃষ্টি দিয়ে দর্শকের মন জয় করেছেন।