Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার ‘ঘটক দিদি’র অনুরাগীদের জন্য বড় সুখবর (Ritu Pyne)। ছোটপর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় ফিরতে চলেছেন সবার প্রিয় ঘটক দিদি। কোন চরিত্রের দেখা যাবে তাঁকে? কেনই বা হঠাৎ ছোট পর্দা থেকে বিদায় নিলেন? তবে কি অভিনেত্রীর লক্ষ অনেক বড় ? এখন অভিনেত্রীর সামনে কোন টার্গেট?
ইতিমধ্যেই মন কেড়েছেন দর্শকদের (Ritu Pyne)
ছোট পর্দায় অভিনয় করে ইতিমধ্যেই ঋতু পাইন (Ritu Pyne) দর্শকের মন ছুঁয়েছেন। ‘ অনুরাগের ছোঁয়া’তে (Anurager Chhowa) ‘ ইরা’ এবং পরে ‘ মালা বদল’ (Mala Bodol) ধারাবাহিকে ‘দিতিপ্রিয়া’ চরিত্রে মন কেড়েছেন অভিনেত্রী। এবার বড়ো পর্দায় আসছেন তিনি। বড় পর্দায় জুটি বেঁধেছেন সায়ন মুখোপাধ্যায়ের সাথে।
থাকবেন বড় মাপের শিল্পীরা (Ritu Pyne)
‘লটারি জিন্দাবাদ ‘ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতু পাইনকে (Ritu Pyne)। সাথে বড় মাপের অভিনেতা-অভিনেত্রীরাও থাকবেন। অভিনয়ে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, রাজেশ শর্মা সহ অনেকে। ছবিটির পরিচালক জিৎ দত্ত। ছবিটি গল্প লিখেছেন সাবির। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে থাকছেন সনৎ সেন।
ছবির মূল বিষয়বস্তু
ঋতু পাইনকে নায়িকা হিসাবে দেখা যাবে এবং সায়ন মুখোপাধ্যায়কে নায়ক হিসাবে। ‘মদন ‘ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। মদন এক কোটি টাকার লটারি জিতবে। আর সেই টিকিট সে হারিয়ে ফেলবে। কিভাবে সেই টিকিট উদ্ধার হয় তা নিয়ে গল্প। এই ছবিতে দেবলীনাকে পুরুষতান্ত্রিক গ্রামের দাপুটে মহিলা হিসাবে দেখা যাবে । দেবলীনার কথায়, “এমন চরিত্র অনেকদিন পরে তিনি পেয়েছেন।”
আরও পড়ুন: Anindita Raychaudhury: বাড়িতে ২ মাসের মেয়েকে রেখে কাজে অনিন্দিতা! ক্ষুদেকে সামলাবে কে?
নতুন ছবি নিয়ে উত্তেজিত
নতুন ছবি নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী ঋতু পাইন। তিনি বলেন, “এটা একটা অন্য ধরনের থ্রিলার। যেখানে হাসিও আছে আবার আছে টানটান উত্তেজনাও। খুব উত্তেজিত আমি। এমন একটা ইউনিট পেয়েছি। সবাই আমায় সাহায্য করছেন।” এস এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘লটারি জিন্দাবাদ’ ছবির শুটিং হয়েছে সিকিমে। অভিনেত্রী ঋতু পাইনের বড়পর্দার অভিনয় দেখার জন্য অপেক্ষায় রয়েছে অনুরাগী রাও।
আরও পড়ুন: Alia Bhatt: দেশের কঠিন সময়ে পাশে আলিয়া! কেরিয়ারের বড় মাইলস্টোন হাতছাড়া?
অভিনয়ে আসার জার্নি
একটা সময় ছিল যখন, ঋতু পাইন কখনও অভিনেত্রী হবেন ভাবেননি। প্রথমদিকে তিনি একাডেমিক বিষয়ে সিরিয়াস ছিলেন। ভালো ছাত্রী ছিলেন। কলেজেও ভালো রেজাল্ট করেছেন। গোল্ড মেডেলিস্ট ছিলেন অভিনেত্রী। যোগ দিয়েছিলেন, একটি বিউটি প্রেজেন্টে। সেখান থেকেই অভিনয়ের যাত্রা পথ শুরু। বাড়ি মেদিনীপুর, সেখান থেকে কলকাতায় যাতায়াত করতেন। অডিশন দিতেন। আবার বাড়ি ফিরে যেতেন। যদিও এখন কাজের সূত্রে কলকাতায় থাকা শুরু করেছেন। যখন প্রথম ধারাবাহিকে কাজের অফার পান, তখন অন্য একটা জায়গায় চাকরিও পেয়ে। যেদিন চাকরিতে জয়েনিং ছিল, সেদিনই ছিল শুটিং শুরুর দিন। যে কোনও একটাকেই বেছে নিতে হত। তাই সেদিন অভিনেত্রী ঋতু বেছে নেন অভিনয়কে।