ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপথ্যে বাজছে, ২৫ বছরের পুরনো (Rituparna-Jeetu) সেই হিট গান, ” চোখ তুলে দেখো না কে এসেছে… “। সেই গানের তালে নাচতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta) এবং জিতু কমলকে (Jeetu Kamal)। গান একই আছে, নায়িকাও একই রয়েছেন, কিন্তু নায়ক কি তবে বদলে গেলেন? টলিপাড়ার ( Tollywood ) নানান পার্টিতে এখন জিতুর অবাধ বিচরণ। তেমনই একটা অনুষ্ঠানে এবার তাঁকে নাচ করতে দেখা গেছে ঋতুপর্ণার সঙ্গে।
২৫ বছরের পুরনো গান (Rituparna-Jeetu)
জিতু কমল তাঁর ইনস্টাগ্রামে (Rituparna-Jeetu) একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে এক ফ্রেমে তাঁকে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। সময়ের নিয়মে বহু জল গড়ালেও, এখনও কিন্তু মানুষের মনে সুপারহিট ২৫ বছরের পুরনো সেই গান, ” চোখ তুলে দেখো না কে এসেছে….”। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ (Sasurbari Zindabad) ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ( Prosenjit Chatterjee) জুটি রীতিমত দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এই ছবি এখনও মানুষ ভোলেনি। এখনও টিভির পর্দায় মানুষ দেখতে ভীষণ ভালোবাসে। প্রত্যেকটা গান দর্শক মনে রেখেছে। তবে বিশেষ করে এই “চোখ তুলে দেখো না কে এসেছে….” গানটা বিভিন্ন অনুষ্ঠানে শুনতে পাওয়া যায়। জনপ্রিয়তায় বিন্দুমাত্র ছেদ পড়েনি।
ঋতুপর্ণার সঙ্গে নাচলেন জিতু (Rituparna-Jeetu)
এবার সেই গানে একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট (Rituparna-Jeetu) করেছেন অভিনেতা জিতু । ভিডিওটি দেখে অনুরাগীরা তো দারুণ খুশি। ২৫ বছর আগের সুপারহিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির গান আর সেই গানে জিতুর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণাকে। অপরদিকে ওই ভিডিও পোস্ট করে নায়িকার প্রশংসায় রীতিমত পঞ্চমুখ জিতু। লিখেছেন, “তিনি সিনিয়র, কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।”
আরও পড়ুন: Rahul Dev Bose: মা দুর্গার সাথে রাহুলের বিশেষ যোগ, ধারাবাহিকে তাঁর ফেরাটা এত স্পেশাল কেন?
প্রশংসা কুড়োচ্ছে ভিডিও
এদিন জিতুর পরনে ছিল মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট এবং চোখে সানগ্লাস। অপরদিকে ঋতুপর্ণার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি এবং সোনালী রঙের চুড়িদার। কপালে টিপ, হাতে চুড়ি এবং গলায় একটি লম্বা হার। ইতিমধ্যেই ঋতুপর্ণার সঙ্গে জিতু কমলের এই ভিডিও নেটপাড়ায় রীতিমত ভাইরাল। বেশ ভালোই প্রশংসা কুড়োচ্ছে। ভিডিওতে দেখতে পাওয়া যায়, ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির বিখ্যাত টাইটেল ট্র্যাকে হেসে হেসে নাচ করছেন ঋতুপর্ণা এবং জিতু। নাচ শেষে তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন।
অসমবয়সী প্রেমের গল্পে জিতু
প্রসঙ্গত, অভিনেতা জিতু কমলের টলিপাড়ায় হাতে খড়ি হয়েছিল ছোট পর্দার মাধ্যমে। তারপর মাঝে একের পর এক সিনেমাতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘বাবু সোনা’ ছবি। যেখানে জুটি বেঁধেছেন শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে। আবারও জিতুকে নতুন করে দেখা যাচ্ছে, ছোট পর্দায়। জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে জিতুর নতুন ধারাবাহিক “চিরদিনই তুমি যে আমার”, যেখানে ফুটে উঠবে অসমবয়সী প্রেমের গল্প।