Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডে যেন এখন নতুন ঢেউ বইছে। একের পর এক ভিন্ন স্বাদের কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শুধু নিজের কেরিয়ারই নয়, অন্যান্য শিল্পীদের প্রতিও তিনি দায়বদ্ধ। আর তা আবারও প্রমাণ করলেন তিনি। আবারও কাজ দেবার কথা জানালেন। তিনি আর কেউ নন , রাজনৈতিক মহলে এক বিশিষ্ট ব্যক্তি! কাকে কাজ দেওয়ার কথা জানালেন ঋতুপর্ণা ? কোন কাজের কথা বললেন অভিনেত্রী ? কবে আসতে চলেছে সেই নতুন কাজ?
কথা রাখা (Rituparna Sengupta)
দীর্ঘদিন ধরে যাঁর কোনও উল্লেখযোগ্য কাজ ছিল না, তাঁকে কাজ দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অর্থাৎ সে ভাবে দেখতে হলে শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj), যাঁকে তিনি কথা দিয়েছিলেন কাজ দেবেন বলে। আর সে কথাও রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এবারের দুর্গা পুজোর জন্য তৈরি একটি নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে ,সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরও অনেককেই। আর সে নতুন গানটি বাজবে আন্তর্জাতিক মঞ্চ নিউইয়র্কে টাইম স্কয়ারে। এটা নিঃসন্দেহে শ্রীময়ীর কেরিয়ারে বড় এক মুহূর্ত।

আরও পড়ুন: Time Management: সময় বলে দেবে সময়ের মূল্য কতটা?
কাকে কাজ দেবার কথা জানালেন?
এই কাজের প্রসঙ্গে আরও এক বড় চমক সামনে এল। এবার ঋতুপর্ণা সেনগুপ্তের পুজোর ভিডিওতে যুক্ত হতে চলেছেন মদন মিত্র (Madan Mitra)। স্বয়ং ঋতুপর্ণা জানিয়েছেন, আগামী পুজোর ভিডিওতে মদন মিত্রকে তিনি রাখতে চান। মদন মিত্র (Madan Mitra) এতে অভিনয় করতে রাজি হয়েছেন। বলতে গেলে ,মদন মিত্রের অভিনয় করার এই ইচ্ছাটা পূরণ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আসলে ঋতুপর্ণার গান মুক্তির দিন ঋতুপর্ণার সাথে তালের তাল মিলিয়ে নেচেছিলেন মদন মিত্র। সেই নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন ঋতুপর্ণা । তাই পরবর্তী গানের ভিডিওতে মদন মিত্রকে নিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সবার সামনে কথাও দিয়েছেন অভিনেত্রী (Rituparna Sengupta)।
নতুন প্রচেষ্টা
ঋতুপর্ণ সেনগুপ্তের (Rituparna Sengupta) এই উদ্যোগ শুধু বিনোদনের জন্য নয়, বরং শিল্পীদের একত্রিত করে নতুন কিছু করার প্রচেষ্টাও বটে। এখন অপেক্ষা, মদন মিত্র ও ঋতুপর্ণা সেনগুপ্তের এই কাজ কবে থেকে শুরু হয়। মদন মিত্রের সাথে ঋতুপর্ণার স্ক্রিন শেয়ার কতটা জনপ্রিয় হবে দর্শকদের মধ্যে, তা দেখার। এর আগেও মদন মিত্র ( Madan Mitra) একটি সিনেমা করেছিলেন, যার নাম ‘ওহ লাভলি ‘ (Oh! Lovely)। যেখানে তাঁকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনয় করতে। তারপর থেকে সেভাবে ছোট পর্দা, বড়পর্দা কিংবা ওটিটি তে দেখা যায়নি মদন মিত্রকে।
অপেক্ষা করা (Rituparna Sengupta)
তবে এটা বলাই যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) শুধু অভিনেত্রীই নন, এখন একরকম চেঞ্জমেকার হিসাবেও কাজ করছেন। ইতিমধ্যে অভিনেত্রী ‘ম্যাডাম সেনগুপ্ত ‘, বেলা’ , ‘গুডবাই মাউন্টেন ‘ ছবি মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। ‘ গুডবাই মাউন্টেন’ যেমন পরিণত প্রেমের ছবি, অপরদিকে ‘ বেলা’ নারী শক্তির উদযাপন। ঋতুপর্ণার প্রতিটি ছবি ভিন্ন স্বাদের। এখন শুধু অপেক্ষা ঋতুপর্ণা ও মদন মিত্রের নতুন কাজ শুরু হওয়ার। আর এই নতুন কাজটি তৈরি হবার অপেক্ষায় রয়েছেন দুজনেই।