ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডাস্ট্রিতে ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সম্প্রতি তাঁর অভিনীত বহু ছবি দর্শকের সামনে এসেছে (Rituparna-Sreemoyee)। যার প্রতিটি গল্পই মানুষের মন জয় করে নিয়েছে। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সাথে বন্ধুত্ব রয়েছে শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) জানালেন, শ্রীময়ীর সাথে তাঁর নতুন কাজ নিয়ে। ঋতুপর্ণার ছবিতে কি অভিনয় করছেন শ্রীময়ী? কোন চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে?
কাজ দেওয়া (Rituparna-Sreemoyee)
সম্প্রতি ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক থেকে সরে গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অভিনেত্রীর সন্তান খুবই ছোট, কিছুটা সে কারণে বা বুলেট সরোজিনীতে মায়ের চরিত্রে তাঁকে ঠিক মানানসই নয় বলে দাবি করে ধারাবাহিক থেকে সরে গিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ শ্রীময়ীর হাতে কাজ নেই বললেই চলে (Rituparna-Sreemoyee)। আর এমন একটা সময় শ্রীময়ীকে কাজ দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ২৫ জুলাই শুক্রবার রিলিজ করেছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘গুডবাই মাউন্টেন’। আর অভিনেত্রী ঋতুপর্ণা ‘গুডবাই মাউন্টেন’ এর প্রিমিয়ারে এসে শ্রীময়ীকে কাজ দেওয়ার কথা জানালেন।
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় (Rituparna-Sreemoyee)
শ্রীময়ীর পরবর্তী কাজ কী (Rituparna-Sreemoyee)? ট্রাইব টিভির তরফ থেকে শ্রীময়ীকে এমন প্রশ্ন করা হলে, শ্রীময়ীর উত্তর দেওয়ার আগেই ঋতুপর্ণা শ্রীময়ীর হয়ে বলেন, “আমার সাথে পরবর্তী কাজ করবে ও।” তবে কোন ছবিতে আছে বা কোন চরিত্রে দেখা যাবে, সে সম্পর্কে অভিনেত্রী কিছুই জানাননি। অবশ্য জানা গিয়েছে, ঋতুপর্ণার পরবর্তী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)।
আরও পড়ুন: Jeet-Rituparna: মুঠো ভর্তি কাজ, আবার জমবে জিৎ-ঋতুপর্ণার কেমিস্ট্রি!
ভালো বন্ধুত্বের সম্পর্ক
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও শ্রীময়ী চট্টরাজ ( Sreemoyee Chattoraj) দু’জন দু’জনের খুব ভালো বন্ধু। হয়ত বয়সের দিক থেকে অনেকটাই তফাৎ রয়েছে। তবে বয়সের সাথে বন্ধুত্বের কোনও সম্পর্ক নেই। শ্রীময়ী আগেও জানিয়েছেন বয়সে তিনি ছোট হলেও ঋতুপর্ণার সাথে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে। বলা যেতে পারে, খুব ভালো বন্ধু দু’জনে। শ্রীময়ীকে খুব ভালোবাসেন ঋতুপর্ণা। কাঞ্চনের সূত্রে ঋতুপর্ণার সাথে শ্রীময়ীর আলাপ হয়েছিল। ঋতুপর্ণা ও শ্রীময়ীর বন্ধুত্ব ভীষণ স্ট্রং। তাঁরা দুজন দুজনকে ভীষণই ভালোবাসেন।
আরও পড়ুন: Dhankhar got Salman Khan bail: কৃষ্ণসার হত্যা মামলায় বলিউড তারকা সলমন খানের আইনজীবী ছিলেন ধনখর!
সারপ্রাইজ রাখা
ঋতুপর্ণা ও শ্রীময়ীর (Rituparna-Sreemoyee) মধ্যে যে খুব ভালো সম্পর্ক রয়েছে , তার প্রমাণ আগেও বহুবার পাওয়া গিয়েছে। দু’জন দু’জনের বাড়িতে আসা-যাওয়া রয়েছে। এর আগেও শ্রীময়ীর বাড়িতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। আবার অন্যদিকে ঋতুপর্ণার বাড়িতে শ্রীময়ী ও কাঞ্চনকে ( Sreemoyee-Kanchan) দেখা গিয়েছিল। প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে ঋতুপর্ণা শ্রীময়ী ও কাঞ্চনকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের বাড়িতে ভুরিভোজের আয়োজন করেছিলেন। প্রসঙ্গত, পুজোর সময় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’ ছবি। আর এই ছবিতে কাঞ্চন শ্রীময়ীকে দেখা যাবে বলে জানা গিয়েছে। দুজনে দুজনের বিপরীতে অভিনয় না করলেও ‘রক্তবীজ ২’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কাঞ্চন ও শ্রীময়ী।