ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে মুক্তির পথে ঋত্বিক-ইন্দ্রনীলের ছবি ‘পরিচয় গুপ্ত’। একের পর এক মুক্তির তারিখ ঘোষনা করা হলেও আরজি কর পরিস্থিতির জন্য বার বার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তির তারিখ। শেষমেশ বড়োপর্দায় ১৫ নভেম্বরে মুক্তি পাচ্ছে ঋত্বিক-ইন্দ্রনীল জুটির থ্রিলার ছবি ‘পরিচয় গুপ্ত’।
ঋত্বিক- ইন্দ্রনীল ছাড়া রয়েছে এই ছবিতে একঝাঁক তারকা। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য ছাড়া আরও অন্যান্য পরিচিত তারকা মুখ। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যের পর থেকে বেশ গুঞ্জন হয়েছে এই ছবি নিয়ে।
আরও পড়ুন: চুপি চুপি বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা! প্রকাশ করলেন গায়ে হলুদের ছবি
এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে একজন অন্ধ জমিদারের চরিত্রে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক এবং ইন্দ্রনীল সুদর্শন প্রত্নতাত্বিক।পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকে রয়েছে বিশেষ ঝলক৷ সব মিলিয়ে ট্রেলারের প্রতিটি ঝলকে ছিল আলাদা একটি থ্রিলিং ভাব।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রণ রাজ। ১৯৫০ সালের প্রেক্ষাপটে এগোবে গল্প। সেই সময়ে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে। তাঁরা কাদের পরিচয় খুঁজবেন? উত্তর মিলবে গল্পে।