Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ের দুমাস বয়সের দিন বড় চমক দিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। শেয়ার করলেন মেয়ের প্রথম ঝলক। মায়ের কোলে লাল রাঙা ফ্রকে প্রীতি প্রকাশ করলেন আনন্দে উচ্ছ্বসিত হাসিমাখা আয়রার মুখ।
অভিনেতা রাহুল মজুমদার ও অভিনেত্রী প্রীতি বিশ্বাস ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এর আগে ছিল দীর্ঘদিনের প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক। ২০২৪-এর অগাস্ট মাসে ১৪ তারিখ তারা মা বাবা হন। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন প্রীতি। রাহুল ও প্রীতি নিজেদের মেয়ের নাম রাখেন আয়রা। অগাস্ট মাসের ১৪ তারিখ কলকাতা উত্তাল হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, ঠিক সেই দিনে রাহুল-প্রীতির ঘরে আসে ছোট্ট ফুটফুটে আয়রা।
আরও পড়ুন: অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধু, থ্রিলারে মোড়া গল্প নিয়ে হাজির ঋত্বিক-ইন্দ্রনীল
দেখতে দেখতে আয়রা দুমাস পার করলেন। আর তার দুমাসের জন্মদিনের দিনে, মা প্রীতি শেয়ার করলেন তার প্রথম ঝলক। একটি লাল রাঙা ফ্রকে মায়ের কোলে আনন্দে উচ্ছ্বসিত হাসিমাখা আয়রার মুখ। মা-মেয়েকে দেখা গেছে একই রঙয়ের পোশাক পড়তে। প্রীতি পড়েছিলেন লাল রঙের একটি শাড়ি এবং মেয়ে আয়রাকে পড়িয়ে ছিলেন লাল রঙের একটি ফ্রক।
এই ছবিতে মা মেয়ে থাকলেও দর্শকরা চাইছিলেন রাহুলও যাতে এই ছবিতে থাকেন। কিন্তু অনেকে মনে করছেন, এই ছবিটি তুলেছেন অভিনেতা রাহুল মজুমদার। তাই তার এই ছবির ফ্রেমে থাকা হয়ে ওঠেনি। তিনি এই ক্ষেত্রে ক্যামেরার পেছনে রয়েছেন। চলতি বছরেরই কিছু মাস আগেই শেষ হয়েছে রাহুল মজুমদারের ধারাবাহিকের কাজ। রাহুল মজুমদার বাড়িতেই এখন বেশিরভাগ নিজের সময় দিচ্ছেন প্রীতিকে এবং একমাত্র মেয়ে আয়রাকে।