ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোররাতে কলকাতা ছাড়লেন রূপসা ও সায়নদ্বীপ। ১৮ তারিখ ভোররাতে হানিমুনের পথে উড়ে গেলেন টলিপাড়ার নতুন যুগল। দেবীপক্ষের শুরুতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের নতুন সংসার শুরু হয়েছে সবেমাত্র। টলিপাড়ার পরিচিত মুখ হলেন রূপসা ও সায়নদ্বীপ। বাড়িতে ঘরোয়া ভাবে ছোট্ট লক্ষ্মীপুজো সেরেই হানিমুনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন নবদম্পতি।
রূপসা ও সায়নদ্বীপের বিয়ের পর প্রথম ছিল এই বছরের লক্ষীপুজো। সেই লক্ষ্মীপুজো ভালোভাবে সম্পন্ন করে উড়ে গেলেন পাহাড়ের উদ্দেশ্যে। তারা হানিমুনের জন্য বেছে নিয়েছেন সিকিমকে। রূপসা ও সায়ানদ্বীপ দুজনেই পাহাড় ভীষণ পছন্দ করেন। তাই তাদের হানিমুন পাহাড়েই সেলিব্রেট করতে চান তারা।
আরও পড়ুন: লাল রাঙা ফ্রকে আয়রার প্রথম ঝলক, বড় চমক অভিনেত্রী প্রীতির
বিয়ে এবং পুজো পরপর থাকায় তারা অনেকদিন ছুটি নিয়েছেন কর্মজীবন থেকে। হানিমুনে বেশি দিনের ছুটি পাবে না, তাই কাছে পিঠেই পাহাড় থেকে ঘুরে আসা। বেশি দিন ছুটি না পাওয়া নিয়েও আফসোস শোনা গেল অভিনেত্রী রূপসার গলায়।
তাদের বিমান ছিল ভোররাতে সেই মতনই তারা দুজনে কলকাতার এয়ারপোর্টে মধ্যরাতে পৌঁছে গিয়েছিলেন। তাদের দুজনকেই দেখা গেছিল সিম্পল টিশার্ট ও ট্রাউজারে। চোখে মুখে ছিল আনন্দের ছাপ। তাদের দেখে বোঝা যাচ্ছিল, বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া নিয়ে ভীষণই উচ্ছ্বাসিত রূপসা ও সায়নদ্বীপ।