ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটা সময় কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (Medical Representative) হিসেবে। এখন গুণী অভিনেতা (Ritwick Chakraborty)। গুরুত্বপূর্ণ নানান চরিত্রে বারংবার পর্দায় দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty)। অভিনয়ের প্রতি রয়েছে ভীষণ ভালোবাসা। থিয়েটারও করতেন। তবে কি জানেন? অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তিনি আগে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন? তারপর সেলসের সেই চাকরি ছেড়ে শুরু করে দেন পুরোদস্তুর অভিনয়।
কবে শুরু কাজ? (Ritwick Chakraborty)
বড়পর্দায় পা রাখেন ২০০৭ সালে (Ritwick Chakraborty)। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দা এবং টেলিফিল্মেও প্রচুর অভিনয় করেছেন। বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালের সংলাপ লেখার দায়িত্ব সামলেছেন। এখন ভীষণ ব্যস্ত। নতুন বছরের জানুয়ারিতেই আসছে তাঁর অভিনীত তিনটি ছবি। ‘অপরিচিত’, ‘ভাগ্যলক্ষ্মী’ এবং সৃজিত মুখার্জির ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।
ব্যস্ততায় কাটছে সময় (Ritwick Chakraborty)
গত বছরের শেষটা হল ঋত্বিকের (Ritwick Chakraborty) ছবি রিলিজ দিয়ে। খুব ব্যস্ততায় কাটছে তাঁর সময়। একের পর এক শুটিং। মার্চ এপ্রিল পর্যন্ত এভাবেই চাপ যাবে। জীবন নিয়ে ঋত্বিকের কোনও কি আক্ষেপ রয়েছে? এই যে এত ব্যস্ততা, এত কাজ, জীবন থেকে তিনি কি আশা করেন? জানালেন ট্রাইব টিভিকে।
আরও পড়ুন: Raghu Dakat: খাদানের পর ঝড় তুলবে দেবের রঘু ডাকাত, প্রস্তুতি শুরু
নানান চরিত্র পাওয়া সৌভাগ্যের ব্যাপার
অভিনেতার কথায়, তিনি নানান ধরনের চরিত্রে অভিনয় করছেন। পরিচালকরা তাঁর ওপর ভরসা করছেন। আর এভাবে চরিত্র পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। তিনি চেষ্টা করেন, চরিত্রগুলোকে জাস্টিস দেওয়ার। সুন্দর ভাবে ফুটিয়ে তোলার। নতুন বছরে তিনি নতুন নতুন চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন এবং পাচ্ছেন। এটা তাঁর কাছে একটা বড় ব্যাপার বলে মনে করেন তিনি।
কাকে ভুলতে চান?
ঋত্বিককে প্রশ্ন করা হয়েছিল যদি স্মৃতি ভুলে যান তাহলে তিনি কাউকে কি ভুলতে চান? যদিও অভিনেতার তালিকায় এরকম কেউ নেই। তবে তিনি স্মৃতি ভোলার পরেও ছেলেকে ভুলতে চান না। ২০২৪ এর তাঁর সেরা কাজ জিজ্ঞাসা করা হলে, শুধু একটাই কথাই বললেন। হেসে বলেন “সবাই আমার সন্তান”। ঋত্বিক তাঁর কথার মধ্যেই উত্তরটা দিয়ে দিলেন। আর ২০২৪ এ ইন্ডাস্ট্রির থেকে তাঁর বড় পাওনা হল, মানুষ হলমুখী হয়েছে। আগের মতই মানুষ হলে গিয়ে সিনেমা দেখছেন।
আরও পড়ুন: Los Angeles Wildfire: জ্বলছে হলিউড, অগ্নিকাণ্ডে আতঙ্কিত নোরা ফাতেহি থেকে প্রিয়াঙ্কা চোপড়া
ঋত্বিক কী হারাতে ভয় পান?
যত দিন বাড়ছে। কাজের জায়গায় ঋত্বিকের অভিজ্ঞতা বেড়েছে। তিনি ভুলে যেতে চান, এমন কিছু তাঁর জীবনে নেই। কারণ তাঁর সাথে ঘটে যাওয়া ভালো ঘটনা এবং খারাপ ঘটনা নিয়েই আজ তিনি। তাই ভোলার কিছুই নেই। এই জার্নিটাই আনন্দের। ঋত্বিক চক্রবর্তী কী হারাতে ভয় পান? অভিনেতার কথায়, না পাওয়া গুলো হয়ে বেড়ানো ঠিক নয়। তিনি খুব একটা আশা করেন না। কারণ আশা করলে সেই আশা গুলো তাড়িয়ে নিয়ে যায়। পিছনে টেনে রাখে। যত আশা কম করবেন, ততই দুঃখ কম পাবেন। যতটুকু পান ঋত্বিকের ততটুকু ভালো লাগে। আনন্দের সাথে সেটা গ্রহণ করার চেষ্টা করেন। তিনি মনে করেন, মনের মধ্যে অতৃপ্তি রাখা ঠিক নয়। কারণ এই অতৃপ্তির কোনও শেষ নেই।