ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার (Zee Bangla ) রান্নাঘরে (Rannaghor) ঘুরে বেড়াচ্ছে রোবট (Robot in Rannaghor)। রীতিমত তেল ঝাল মসলা দিয়ে রোবট রান্নাও করল। এই প্রথমবার রান্নাঘরে রীতিমত চোখ ধাঁধানো কাণ্ড। দেখে কী বলছে সবাই? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। এপিসোডটি টেলিকাস্টও হয়েছে। রান্নাঘরের হেঁসেলে এবারে নতুন অতিথি, রান্না করেছে সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের (Koneenica Banerjee) সঙ্গে। এই রোবটের আসল সিক্রেট কী?
রান্নাঘরে নতুন চমক (Robot in Rannaghor)
জি বাংলা রান্নাঘরের রীতিমত বড় চমক। মানুষ নয় রান্নার কাজ করল রোবট, তাও আবার আগুনের তাপে (Robot in Rannaghor)। বিষয়টা যতটা অবাকের, ততটাই ইন্টারেস্টিং। জি বাংলার রান্নাঘর অত্যন্ত জনপ্রিয় একটি শো। প্রায় দিন যেখানে অতিথি হিসেবে থাকেন তারকা থেকে শুরু করে বহু রন্ধন প্রিয় মানুষ। রান্নার মাঝে উঠে আসে বহু না জানা গল্প।
বাঙালি সাজে রোবট (Robot in Rannaghor)
সম্প্রতি জি বাংলার তরফে রান্নাঘরের যে প্রোমো প্রকাশ করা হয়, সেখানে দেখা যায় একটি রোবট খাবার পরিবেশন করছে (Robot in Rannaghor)। যার পরনে রয়েছে পরিপাটি করে লাল পাড়, সাদা শাড়ি। সাথে মানানসই লাল ব্লাউজ। এক্কেবারে বাঙালি সাজ। সেই সাজে রয়েছে গয়না থেকে শুরু করে টিপ লিপস্টিক সবই। রান্না ঘরে রোবটটিকে একটি ট্রে নিয়ে প্রবেশ করতে দেখেই কনীনিকা বলে ওঠেন, “এ কি কাণ্ড! এ তো একটা রোবট। তুই কি রান্না করবি নাকি? “পরিচয় জানতে চাইলে রোবট আবার বলে, তার নাম উমা।
কনীনিকাকে সাহায্য
এই বিশেষ পর্বটি সম্প্রচার হয়েছে ২৩শে এপ্রিল বুধবার। রান্নাঘর মানেই নিত্য নতুন স্বাদ। যেখানে বিখ্যাত রেস্তোরাঁর শেফ থেকে শুরু করে দেখা যায় বহু তারকাদের। কেউ রান্না করেন, আবার কেউ বা নতুন স্বাদের প্রশংসা করেন। সাথে থাকে প্রচুর আড্ডা। তবে এবারের অতিথি এক রোবট, যে কনীনিকাকে রান্নার কাজে সাহায্য করে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীর কাণ্ডে ফুঁসছে বলিউড, শাহরুখ-সলমনরা কী বললেন?
উমার সিক্রেট
এই উমার সিক্রেট টা কী? নেপথ্যে রয়েছে একটা গল্প। আসলে এক মহিলা একটি রেস্তোরাঁ চালান। সেই রেস্তোরাঁর সমস্ত কর্মী মহিলা। সেখানে সদস্য হিসেবে রয়েছে এই রোবটটি অর্থাৎ উমা। সে সমস্ত খাবারের অর্ডার নেয়। মূলত সে ওয়েটারের কাজ করে। এছাড়াও রেস্তোরাঁর প্রচুর খুঁটিনাটি কাজে সাহায্য করে সে। সেটাই দেখা গেল জি বাংলার রান্নাঘরেও। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হয়ে উমাকে কাজ করতে দেখা যায়।
রান্নাঘরের জনপ্রিয়তা
প্রসঙ্গত, জি বাংলার রান্নাঘর বাংলার অন্যতম দীর্ঘদিন ধরে চলে আসা একটি শো। আগে এই শো সঞ্চালনা করতেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তবে এখন সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নতুন সিজনের শুরুতে অভিনেত্রীকে কম বিতর্কে পড়তে হয়নি। তবে কনীনিকার কাছে সে সব বাধা একেবারেই তুচ্ছ। তিনি তাঁর গুণে রান্নাঘরে নতুন করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। রান্নাঘরের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।