ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছর শেষে কলকাতায় আবারও বসতে চলেছে (Rohit Sharma) ক্রিকেটের আসর। ৬ বছর পর আবারও কলকাতায় টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দুর্গা পুজোর পরই ইডেনে হবে টেস্ট ম্যাচ। আইপিএলের উদ্বোধনের দিনেই শহরের ক্রিকেট ভক্তদের জন্য পুজোর এই ‘বোনাসের’ সুখবর সামনে এলো।
দুই ম্যাচের টেস্ট সিরিজ (Rohit Sharma)
এই অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে আসছে ওয়েস্ট (Rohit Sharma) ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচটি হবে মোহালিতে। ১০ থেকে ১৪ অক্টোবর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কলকাতায়। ২০১৯ সালে ইডেনে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল ভারত। বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল। সেই টেস্টে শতরান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারত জিতেছিল ইনিংস এবং ৪৬ রানে। দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ইশান্ত শর্মা।
বিসিসিআই-এল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক (Rohit Sharma)
শনিবার দুপুরে কলকাতার এক পাঁচতারা হোটেলে বিসিসিআই-এল অ্যাপেক্স (Rohit Sharma) কাউন্সিলের বৈঠক বসেছিল। সেখানেই চলতি বছরে ঘরের মাঠে ভারতীয় দলের ক্রীড়া সূচি চূড়ান্ত হয়। ওয়েস্ট ইন্ডিজ খেলে চলে যাওয়ার পরই নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। এই প্রথমবার ভারতীয় দল গুয়াহাটিতে কোনও টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Rohit Sharma)
৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর ম্যাচগুলি হবে যথাক্রমে রাঁচি, রায়পুর ও (Rohit Sharma) ভাইজাগে। এরপর ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ গুলি হবে যথাক্রমে কটক, নাগপুর,ধরমশালা, লখনৌ এবং আহমেদাবাদে।
আরও পড়ুন: KKRvsRCB: অভিযান ম্যাচে প্রাক্তনীর হাতেই বধ কেকেআর
মহিলা বিশ্বকাপ
আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপও। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ হবে ভাইজাগে। ভাইজাগের পাশাপাশি বিশ্বকাপের বাকি খেলাগুলো হবে পঞ্জাবের মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে। শনিবার কলকাতায় বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই এই পাঁচটি মাঠে মহিলা বিশ্বকাপ আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। প্রতিযোগিতার সূচি খুব শীঘ্রই প্রকাশ করবে আইসিসি।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা
পাকিস্তান যদি মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে তাহলে তাদের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে শ্রীলঙ্কাতে গিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আয়োজক ভারত। তবে বিশ্বকাপের বাকি সব ম্যাচই হবে ভারতে। আগামী ৯ থেকে ১৯ এপ্রিল বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ৮ দলের বিশ্বকাপে ইতিমধ্যেই ছ’টি দেশ আগেই মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। বাকি ছয় দেশের মধ্যে যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।
চারটি দল করে খেলা
শনিবারের বৈঠকে ঘরোয়া ক্রিকেট নিও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো, পুরনো ফর্মাটেই ফিরতে চলেছে দলীপ ট্রফি। গতবার চারটি দল করে খেলা হয়েছিল এই টুর্নামেন্ট। আগামী মরশুম থেকে আবারও আঞ্চলিক ফরম্যাটে ফিরতে চলেছে দলীপ ট্রফি। এবং ঘরোয়া মরশুমও শুরু হবে এই টুর্নামেন্ট দিয়ে। এছাড়াও আগামী মরশুম থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্কোরারদের ম্যাচ প্রতি ১৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বৈঠকে।
বিস্তারিত আলোচনা
শনিবারের বৈঠকে চলতি আইপিএল নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। আগামী ৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ আয়োজনের জটিলতা নিয়েও কথা হয়। ম্যাচটি ইডেনে হবে, না কি গুয়াহাটিতে সরে যাবে, তা বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে মিটিঙে বলা হয়েছে। ভারতীয় বোর্ডের প্রতিনিধিরাও লালবাজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। বোর্ডও চাইছে কেকেআর-এর ম্যাচ কলকাতা থেকে না সরাতে। এই ব্যাপারে পুলিশি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। কলকাতা পুলিশও নিরাপত্তার ব্যবস্থা নিশ্ছিদ্র করার পাশাপাশি ম্যাচ আয়োজনের পক্ষে।
আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। সেই উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরতে চলেছে। কেকেআর-এর ম্যাচ যেন কলকাতার বাইরে চলে না যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিএবি। আসরে নেমেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন মহারাজ। সরকারিভাবে ঘোষণা না হলেও রামনবমীর দিন ইডেনে কেকেআর বনাম এলএসজি ম্যাচ আয়োজনের সম্ভাবনা যে জোরালো হচ্ছে, বলাই যায়।