Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক আসছে টু-হুইলার বাজারে, পরীক্ষার সময় রাস্তায় দেখা গেল সেই বাইক (Royal Enfield Electric Bike)। ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
Electric Bikes (Royal Enfield Electric Bike)
রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে এবার পরীক্ষার সময় দেখা গেল তার ছবি। সেই ছবি সাথে সাথেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। রয়্যাল এনফিল্ডে বাইকের খ্যাতি বাজার জোড়া। অনেকেরই স্বপ্নের বাইক এটি। পেট্রল ইঞ্জিনের জন্য এতদিন পরিচিত হলেও এবার প্রবেশ করতে চলেছে ইলেকট্রিক সেগমেন্টে। চেন্নাইয়ের রাস্তায় সম্প্রতি পরীক্ষার সময় কোম্পানির প্রথম ইলেকট্রিক ক্রুজার FF C6 দেখা গেছে। এটি সেই একই বাইক যা গত বছর EICMA শোতে প্রথম চালু করা হয়েছিল (Royal Enfield Electric Bike)।
FF C6 এর ডিজাইন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বাইক Flying Flea এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গোলাকার হেডল্যাম্প, গার্ডার ফর্ক এবং রেট্রো-স্টাইলের রিয়ার-ভিউ মিররকে পুরানো ক্লাসিক লুক দেয়। এর বডি প্যানেলিং ন্যূনতম হওয়ায় এটি দেখতে ‘ক্লিন’। ব্যাটারি কম্পার্টমেন্টটি ফিনের সাথে মডেলটি আসছে ফলে স্টাইলিশ হওয়ার পাশাপাশি এটি ব্যাটারিকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। যার ফলে ব্যাটারি থাকি সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী।

যদিও কোম্পানির তরফে এর অফিসিয়াল স্পেসিফিকেশন জানানো হয় নি, তবে রিপোর্ট অনুসারে এই বাইকটি ২৫০ সিসি থেকে ৩৫০ সিসি পেট্রোল বাইকের মতো পারফরম্যান্স দেবে বলে জানা যাচ্ছে। একবার চার্জে এর পারফর্মেন্স হতে পারে ১০০ থেকে ১৫০ কিলোমিটার। মিড-মাউন্টেড মোটর এবং বেল্ট-ড্রাইভ সিস্টেম থাকার ফলে জার্নি হবে আরামদায়ক ও শব্দমুক্ত।
আরও পড়ুন: V Day Parade In China : পুতিন-কিমের সঙ্গে মঞ্চে জিনপিং, ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প!
সুরক্ষার জন্য ডুয়াল-চ্যানেল ABS এবং ডিস্ক ব্রেক স্ট্যান্ডার্ড থাকবে এই নতুন বাইকে। প্রযুক্তির দিক থেকে বাইকটিতে থাকবে ব্লুটুথ-সমর্থিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। যাতে থাকবে কল, মেসেজ, মিউজিক এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো বৈশিষ্ট্য (Royal Enfield Electric Bike)।
রয়্যাল এনফিল্ড ২০২৬ সালের প্রথম দিকে তার তাদের বৈদ্যুতিক ক্রুজার FF C6 লঞ্চ করবে সম্ভবত। যদি এটি ঘটে, তাহলে এই বাইকটি ভারতের বৈদ্যুতিক টু-হুইলার বাজারের নতুন বাজি হতে পারে এই ক্রুজার বাইকটি (Royal Enfield Electric Bike) ।