ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাধ্যমিক পরীক্ষার মাঝে বর্ধমানে মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরএসএস (RSS)। আগামীকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।
রাজ্যে সংগঠনকে আরও মজবুত করতে বাংলা সফরে এসেছেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। আগামী কয়েকদিন কলকাতাতেই থাকবেন তিনি। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে সংঘের সদস্যদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। তেমনই আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে সংঘের একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সংঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। সেখানে সংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।
হাইকোর্টের দ্বারস্থ আরএসএস (RSS)
সেই জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয় সংঘের পক্ষ থেকে। কিন্তু জেলা শাসক সেই অনুষ্ঠানের অনুমতি দেননি। জেলা শাসক জানান, সভা স্থলের সামনেই একটি স্কুল রয়েছে। সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই মাইক বাজিয়ে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া যাবে না।
তারপরই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় আরএসএস (RSS)। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল তথা শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। মাইক না বাজিয়ে সংঘকে শর্তসাপেক্ষে এই অনুষ্ঠানের অনুমতি হাইকোর্ট দেয় নাকি মাধ্যমিকের কারণে আবেদন খারিজ করে দেয়, সেটাই এখন দেখার।
নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। কিন্তু তাঁর মাঝেই রবিবার বর্ধমানে অনুষ্ঠানের ঘোষণা করেছে সংঘ। তাই জেলা পুলিশ মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দেয়নি। পুলিশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার হাইকোর্টের দ্বারস্থ আরএসএস (RSS)।