ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙ্কার উদ্ধারের ঘটনার মাঝেই নদীয়ার কৃষ্ণগঞ্জে দুই রোহিঙ্গা গ্রেফতার (Rohingya Arrested)। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভাজন ঘাট এলাকা থেকে রবিবার রাতে গ্রেফতার করে। হায়দ্রাবাদে কাজে গিয়েছিল। ফেরার পথে গ্রেফতার। জানা যায়, ধৃত দুই রোহিঙ্গা (Rohingya Arrested) বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম এমডি যাদব এবং আরেক জনের নাম মহম্মদ নুর।
পুলিশ সূত্রে খবর এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারপরেই হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক করছিল ওই দুই যুবক তারপরেই রবিবার তাদেরকে ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের এবং তাদেরকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃতদের সোমবার আদালতে তোলা হয় (Rohingya Arrested)।
শুক্রবার বিএসএফ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি বাঙ্কারের হদিস পায় নদীয়ার মাঝদিয়ায়। গত শনিবার বাংকার উদ্ধার করতে গিয়ে আরও একটি নতুন বাঙ্কারের খোঁজ পায় বিএসএফ আধিকারিকরা মোট চারটি বাঙ্কার উদ্ধার হয় এবং সেই বাঙ্কার থেকে বাজেয়াপ্ত করা হয় বাষট্টি হাজারেরও বেশি নিষিদ্ধ কাফ সিরাপ। যদিও গতকাল নারকোটিক্স কন্ট্রোল বিউরো এবং বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং প্রতিটি বাংকার পরীক্ষা করে দেখেন মাপ করে দেখেন।
আরও পড়ুন: https://tribetv.in/allegations-of-corruption-in-rupashree-prakalpa/
তবে বিএসএফ সূত্রে খবর আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং বিএসএফ আধিকারিকরা উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ আদালতে দাখিল করবে। ভিডিও গতকাল থেকে নার্গিস কন্ট্রোল দফায় দফায় নদীয়ার মাজদিয়াতে উদ্ধার হওয়া বাংকারের ভৌগোলিক অবস্থান এবং তার সঙ্গে কিভাবে এই মাদক কারবার চলছিল তার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: https://tribetv.in/sanjay-roy-hc-on-rg-kar-issue-hearing-end-on-to-day/
তাই বিএসএফ সূত্রে খবর আজ নারকোটিক্স কন্ট্রোল বিউরো এবং বিএসএফ আধিকারিকরা কৃষ্ণনগর আদালতে সমস্ত উদ্ধার হওয়া সিদ্ধ কাফ সিরাপ নিয়ে আদালতে দাখিল করবেন।