ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখনও দগদগে আরজি কর কাণ্ডের রেশ। ডাক্তার তরুণীর মৃত্যুতে প্রতিবাদের ঝড় রাজ্য, দেশের সীমানা পার করে বিদেশের মাটিতেও উঠেছে। এই আবহে আরজি কর ইস্যু নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত। দশেরা উৎসবের সভায় যোগ দিতে এসে তুললেন আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ।
তুলনা টানলেন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গের সঙ্গে। সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান অভিযোগ তুললেন, পশ্চিমবঙ্গ সরকার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার জড়িতদের আড়াল করার চেষ্টা করছে।
নাগপুরে সংঘের সদর দফতরে নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে শনিবার তাঁকে বলতে শোনা যায়, আর জি করের ঘটনা আমাদের সকলের জন্যই কলঙ্কজনক।” সেই সঙ্গেই তাঁর তোপ, ”এমন ঘটনা ঘটতে দেওয়াই উচিত নয়। অথচ ওখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।”
আরও পড়ুন: https://tribetv.in/founder-of-tata-group-ratan-tata-passedaway-on-wednesday-night/
পাশাপাশি তিনি বলেন, ”মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আমাদের দেশে ধর্ষণের কবলে পড়তে হচ্ছে মাতৃশক্তিকে।” এরই সঙ্গে তিনি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ”মনে রাখা দরকার, দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত ঘটে গিয়েছিল।”
একই সঙ্গে তিনি নাগপুরের সভায় দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সঙ্ঘ চালক ভাগবতের মতে, সামগ্রিক ভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তার ফলেই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। আক্রান্ত হচ্ছে মাতৃশক্তি।