ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৮ই এপ্রিল শুক্রবার (Rudranil Ghosh) গাঁটছড়া বেঁধেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাত্রী রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না, এক সন্তানের মা। ছেলে সল্টলেকে একটি আইটি সংস্থায় কর্মরত। রিঙ্কু নিজেও একজন বিজেপি কর্মী। সেই সূত্রে দিলীপ ঘোষের সঙ্গে তার আলাপ। দিলীপ ঘোষের বিয়েতে আমন্ত্রিত নন রুদ্রনীল ঘোষ। কিন্তু কেন বাদ পড়লেন , জানতে যোগাযোগ করা হয় ট্রাইব টিবির তরফ থেকে। দিলীপ ঘোষের তো বিয়ে হয়ে যাবে, কিন্তু এখনও অবিবাহিত থেকে গেলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তিনি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? কী বললেন তিনি?
‘দিলীপ ঘোষ বিয়ে করছেন জানতাম না’ (Rudranil Ghosh)
রীতিমত হঠাৎ করেই শোনা গেল দিলীপ ঘোষ (Rudranil Ghosh) বিয়ে করছেন। যে খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই খবর বিশ্বাস করতে সময় লেগেছে অনেকের। এ বিষয়ে রুদ্রনীল বলেন, “বিয়েটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। মানুষ পরিবেশ পরিস্থিতি বুঝে নিজের জীবনের একটা দায়িত্ব পালন করে। যতটুকু দেখেছি দিলীপবাবু, তার আশপাশে যারা ছিলেন তাদের কাছে বিষয়টা খুব একটা প্রকাশ্যে আনেননি। দিলীপ ঘোষের মুখ থেকে ‘আমি বিয়ে করছি’ এই ধরনের কোনও স্টেটমেন্ট এখনও পর্যন্ত পাইনি। দিলীপবাবু আমাদের দলের নেতা। সম্মানের জায়গায় রয়েছেন।”
নিমন্ত্রণ পাননি রুদ্রনীল (Rudranil Ghosh)
দিলীপ ঘোষের বিয়েতে কি উপস্থিত থাকছেন (Rudranil Ghosh) রুদ্রনীল? উত্তরে বলেন, “আমার কাছে নিমন্ত্রণ কিংবা আমন্ত্রণপত্র এখনও আসেনি। যদিও আমি কলকাতার বাইরে ছিলাম সারাদিন। প্রায় পাঁচ ঘন্টা ফ্লাইটে কাটিয়েছি। কেউ ফোন করলেও ওই সময় পাননি। নিমন্ত্রণ পেলে অবশ্যই শুভেচ্ছা জানাতে যাব। ওনার বিয়ে সম্পর্কে বহু কাছের মানুষই বিশদে জানতেন না। একজন মানুষ কিভাবে বিয়ে করবেন? কবে বিয়ে করবেন? সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তিনি কজনকে এবং কিভাবে আমন্ত্রণ নিমন্ত্রণ করবেন সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আমন্ত্রণ আসলে আমি অবশ্যই যাব।”
“দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক মূলত….”
রুদ্রনীলের বক্তব্য, ” ১০০ বছর পরিচয় থাকার পরেও কারোর বিয়ে তো দূরের কথা, বন্ধুত্ব হয় না। আবার অনেকে পাঁচ দিনের পরিচিতির জায়গায় একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন। দু’জন অত্যন্ত পরিণত মানুষ। তারা ঝড়-ঝাপটা জীবন সবটা দেখে এসেছেন। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিয়ের বিষয়টা ব্যক্তিগত ভাবে জানতাম না। আর দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক মূলত রাজনৈতিক।”
নারকেলের উপরটা কঠিন, ভিতরে নরম
দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া উত্তাল। অনেকেই ব্যাঙ্গ করে লিখছেন, ইকোপার্কে হাঁটতে যাবে। কারণ ইকোপার্কে গেলেই নাকি ভাগ্য খুলবে। নেপথ্যের কারণ, দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের আলাপ হয় ইকোপার্কে, প্রাতর্ভ্রমণের সময়। তবে এ বিষয়ে রুদ্রনীল বলেন, “দিলীপ ঘোষ ইকোপার্কে হাঁটতেন। দিলীপ ঘোষ ছাড়াও দাস ঘোষ ব্যানার্জি হালদার …..প্রচুর লোক হেঁটেছেন। এইটুকু বলতে পারি যে, প্রেসিডেন্সিতে সবাই পড়াশোনা করলেও নেতাজি সবাই হয় না, তা প্রমাণিত। যেহেতু কড়া ভাষার মানুষ দিলীপ ঘোষ। মানুষের জন্য জীবনের বড় একটা সময় অতিবাহিত করেছেন। তবে আজকে বিয়ে করে প্রমাণ দিলেন, নারকেলের খোলাটা যতই কঠিন হোক না কেন, ভিতরে নরম জল থাকে।”

রুদ্রনীল কবে বিয়ে করবেন?
নিজের বিয়ে প্রসঙ্গে রুদ্রনীল বলেন, “দিলীপ ঘোষকে দেখে আমার বিয়ের অনুপ্রেরণা আসবে এটা যারা ভাবছেন তারা দিনের বেলায় চাঁদ দেখছেন। আমার বহু বন্ধুরা বিয়ে করেছেন, কিন্তু বিয়ের বিষয়ে আমাকে কোনও দিন অনুপ্রেরণা দিতে পারেনি। এই অস্থির সময়ে দাঁড়িয়ে বিয়ে করব ভাবতেই পারছি না। যার সঙ্গে আমার চিন্তা ভাবনা এবং মানসিকতার মিল হবে, তাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করব। বিয়েটা একান্ত ব্যক্তিগত ব্যাপার।”