ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ মহাশিবরাত্রি(Mahashivratri 2025)। পুরাণ অনুযায়ী আজকের দিনে মহাদেব পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিন মহাদেবকে নানাভাবে তুষ্ট করার চেষ্টা করে ভক্তরা। এই দিনে মহাদেবের আরাধনা করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। দেবাদিদেব শিবের প্রতি ভক্তি ও শক্তিকে একত্রিত করার দিন হল মহাশিবরাত্রি। এই দিনে মহাদেবের প্রিয় রুদ্রাক্ষ ধারণ করলে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি। জানুন মহাদেবের প্রিয় রুদ্রাক্ষ ধারণের নিয়ম এবং উপকারিতা।
রুদ্রাক্ষ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ (Mahashivratri 2025)
রুদ্রাক্ষ ধারণ করলে শিব শংকরের আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। স্বয়ং মহাদেব রুদ্রাক্ষকে তাঁর আভূষণ রূপে ধারণ করেছেন। রুদ্রাক্ষকে মহাদেবেরই একটি অংশ বলে মনে করা হয়ে থাকে। তাই হিন্দুধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। রুদ্রাক্ষ ধারণ করার জন্য উপযুক্ত দিন হল অমাবস্যা, পূর্ণিমা, শ্রাবণ মাসের সোমবার এবং শিবরাত্রি(Mahashivratri 2025)। এর মধ্যে মহাশিবরাত্রি হল রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন মনে করা হয়। আপনি যদি এই মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ ধারণ করতে চান, তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। জেনে নিন সেই নিয়ম গুলি কী কী।

কীভাবে পরবেন রুদ্রাক্ষ (Mahashivratri 2025)
রুদ্রাক্ষ গলায় মালা বা কবজিতে ব্রেস্টলেটের মতো করে পরতে পারেন। রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই এটি দুধ বা সর্ষের তেলে ভালো করে পরিষ্কার করে নিন(Mahashivratri 2025)। রুদ্রাক্ষ ধারণ করার মহাদেবের মহামন্ত্র ‘ওম নমহঃ শিবায়’ জপ করুন। আপনি যদি হাতে রুদ্রাক্ষ পরতে চান, তাহলে ভুলেও কালো সুতো দিয়ে রুদ্রাক্ষ বাঁধবেন না। রুদ্রাক্ষ মাঝে মাঝে গঙ্গাজলে ধুয়ে নেওয়া জরুরি। এর ফলে রুদ্রাক্ষের শুদ্ধতা বজায় থাকে।
আরও পড়ুন: Mahashivratri 2025: মহাশিবরাত্রির শিব যোগে ভাগ্যবান মহাদেবের প্রিয় ৫ রাশি

রুদ্রাক্ষ থাকলে কী করবেন না
কখনও কাউকে উপহার হিসেবে রুদ্রাক্ষ দেবেন না বা কারোর থেকে রুদ্রাক্ষ নেবেন না। রুদ্রাক্ষ ধারণ করে কখনোই মদ এবং মাংস ছোঁবেন না। রুদ্রাক্ষ পরে ভুলেও শ্মশানে যাবেন না। বাড়িতে কোনও শিশুর জন্ম হলে সেই সময় রুদ্রাক্ষ পরে থাকবেন না। মহিলারা পিরিয়ড চলাকালীন রুদ্রাক্ষ পরে থাকবেন না।
রুদ্রাক্ষ ধারণের উপকারিতা
রুদ্রাক্ষ(Mahashivratri 2025) পরলে যে কোনও গ্রহের খারাপ দশা কেটে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা করে রুদ্রাক্ষ। নেগেটিভ এনার্জির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে রুদ্রাক্ষ। ১৪ বছরের কমবয়সীরা ছয় মুখী রুদ্রাক্ষ পরলে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। রুদ্রাক্ষ মনকে শান্ত রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।