Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষের স্বার্থে মানুষের পাশে, পরিবেশের কথা মাথায় রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এক অসাধারণ উদ্যোগ নিয়েছেন (Run for Raiganj)। এই উদ্যোগে পায়ে পা মিলিয়ে সমাজের জন্য দেওয়া হবে এক নতুন বার্তা। তাঁর উদ্যোগে ২৩ মার্চ রায়গঞ্জের বুকে আয়োজিত হতে চলেছে ‘রান ফর রায়গঞ্জ ২০২৫’।
‘রান ফর রায়গঞ্জ ২০২৫’ (Run for Raiganj)
বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রায়গঞ্জে আয়োজন করা হয়েছে ৮ কিমি দীর্ঘ এক ম্যারাথন, ‘রান ফর রায়গঞ্জ ২০২৫’-এর (Run for Raiganj)। শারীরিক সক্ষমতা বৃদ্ধিই শুধু এর উদ্দেশ্য নয়। এই ম্যারাথন পথ দেখাবে পরিবেশ রক্ষার লক্ষ্যে। তার সঙ্গে এই ম্যারাথনের মাধ্যমে সম্মান জানানো হবে সেইসব মানুষদের যারা বিশেষভাবে সক্ষম।
পরিবেশ রক্ষার স্বার্থে রান ফর রায়গঞ্জ (Run for Raiganj)
‘রান ফর রায়গঞ্জ ২০২৫’-এর এই লম্বা দৌড় পরিবেশ রক্ষার বার্তা দেবে (Run for Raiganj)। প্রকৃতিকে রক্ষা করা সকলের কর্তব্য। আর ‘রান ফর রায়গঞ্জ’- এর মাধ্যমে সেই কর্তব্যেই ব্রতী হবার আহ্বান জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ২৩ মার্চ, ২০২৫, রবিবার এই ম্যারাথন আয়োজিত হতে চলেছে রায়গঞ্জের বুকে। এই ম্যারাথনে যাঁরা যোগ দিতে ইচ্ছুক, তাদের জন্য খোলা রয়েছে রেজিস্ট্রেশন। পোস্টারে দেওয়া স্ক্যানারের মাধ্যমে ১২ মার্চ, ২০২৫ পর্যন্ত সকলেই যোগ দিতে পারেন ‘রান ফর রায়গঞ্জ ২০২৫’ এ।
সংগ্রহ করুন আজই
‘রান ফর রায়গঞ্জ ২০২৫’ ম্যারাথনে যারা অংশগ্রহণ করতে চান তারা রায়গঞ্জের এই তিনটি জায়গা- সমাধান কার্যালয়, টাউন ক্লাব, প্রেস ক্লাব থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন। এই তিনটি জায়গা থেকে ফর্ম সংগ্রহ করা ও ফর্ম জমা দেবার শেষ তারিখ হল ২০ মার্চ, ২০২৫।
অভিনব এক উদ্যোগ
সকালে ঘুম ভাঙলে চারিদিকে গাড়ির হর্ন, যন্ত্রপতির আওয়াজ, আকাশে নীল মেঘের বদলে সাদা ধোঁয়াশার দেখা মেলে। চারিদিকের দূষণের জেরে শ্বাস নেওয়া দায়। পরিবেশের কথা মাথায় রেখেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই অভিনব উদ্যোগ নিয়েছেন। পরিবেশ রক্ষার স্বার্থে এবং সাধারণের মাঝে অসাধারণ যারা, বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য এই ম্যারাথনে পায়ে পা মেলাবে বহু মানুষ।