ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রখ্যাত গায়িকা রূপরেখা ব্যানার্জি (Ruprekha Banerjee) ফিরে এসেছেন তাঁর নতুন হিন্দি গানের সিঙ্গেল ‘ তুম ‘ (Tum) নিয়ে। সম্প্রতি টি – সিরিজ থেকে প্রকাশিত হয়েছে ‘তুম’। গায়িকার অসাধারণ কন্ঠে মুগ্ধ অনুরাগীরা। তাঁর কন্ঠ মনে করিয়ে দেয় বহু বছর আগে সেই অনুভূতি। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ থেকে জয়ী হন তিনি।
ধরা পড়েছে কালিম্পংয়ের দৃশ্য (Ruprekha Banerjee)
‘তুম’ গানটির ভিডিও (Ruprekha Banerjee) পরিচালনা করেছেন সায়ন্তন চক্রবর্তী (Sayanran Chakraborty)। গানটি সুর দিয়েছেন সমিধ মুখার্জি (Samidh Mukherjee)। কথা লিখেছেন বিজয় বিজয়বাট্ট (Vijay Vijawatt)। গানের ভিডিওটি পাহাড় ঘেরা কালিম্পংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুট হয়েছে। গানটির মধ্যে রয়েছে এক সুন্দর সিনেমাটিক সৌন্দর্য। যা মন ছুঁয়ে গেছে শ্রোতাদের।
অভিনয়ে কারা? (Ruprekha Banerjee)
গানটির ভিডিওতে অভিনয় করেছেন রূপরেখা ব্যানার্জি (Ruprekha Banerjee) নিজে। এছাড়াও আছেন অভি মল্লিক (Abhi Mullick) ও প্রিয়াঙ্কা মন্ডল (Priyanka Mondal)। ভিডিওটিতে গায়িকা রূপরেখা ব্যানার্জির পোশাক থেকে জুতো সবটাই ছিল একেবারে সাদামাটা। পাহাড়ি রাস্তায় ছোট ছোট দৃশ্যগুলো ফুটে উঠেছে সুন্দর ভাবে। পাহাড়ির রাস্তার নীরব সৌন্দর্য ও রুপরেখার অসাধারণ কণ্ঠ যেন মিলেমিশে একাকার। ‘তুম’ (Tum) মূলত একটি আবেগ মোড়া গান। সঙ্গীত কতটা অনুভূতির বিষয় হতে পারে, মনে করিয়ে দেয় গায়িকার কন্ঠ। গানের একটি টিম ফটো শেয়ার করা হয়েছে , যেখানে পরিচালক সায়ন্তন চক্রবর্তী, গায়িকা রূপরেখা ব্যানার্জি, সুরকার সমিধ মুখার্জি ও অভিনেতা অভি মল্লিকের ছবি রয়েছে।

আরও পড়ুন: Housefull 5 has 2 climax: দুই আলাদা ক্লাইম্যাক্স নিয়ে আসছে হাউসফুল ৫! দর্শকদের জন্য দারুণ চমক

খুশি অনুরাগীরা
এত বছর পর রূপরেখার অসাধারণ কণ্ঠ শুনে অনুরাগীরা ভীষণ খুশি। রূপরেখা ব্যানার্জি বলেন, “এই কয়েক বছর নিজের সাধনা জারি রেখেছি। অনেক শো করেছি। কিন্তু যে গানের মধ্য দিয়ে জনগণের দরবারে পৌঁছে যেতে পারব, সেরকম কোনও সুযোগ আমার কাছে আসেনি। তাই এতটা দেরিতে শ্রোতা আমাকে পাচ্ছেন।”
আরও পড়ুন: Shakib Khan: আবারও বিয়ের পিঁড়িতে শাকিব খান! কে হবেন তৃতীয় স্ত্রী?

পিছনে ফেলে ছিলেন অরিজিৎ সিংকে !
প্রসঙ্গত , রূপরেখা ব্যানার্জি ২০০৫ এ প্রথম রিয়ালিটি শোয়ে পা রেখেছিলেন। মুম্বাইয়ে ‘ফেম গুরুকুল'(Fame Gurukul) – এ জাভেদ আখতার, কেকে এবং শঙ্কর মহাদেবনের বিচারে জয়ী হয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় রূপরেখার জার্নি। তিনি বাংলা ,ভোজপুরি ও গুজরাটি গানের রেকর্ড করেন। শোনা যায়, অরিজিৎ সিং কে পিছনে ফেলে গায়িকা এগিয়ে গিয়েছিলেন গুরুকুল মঞ্চে। রূপরেখা ব্যানার্জি বিক্রম ঘোষ ,জয় সরকার,অশোক ভদ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো পরিচালকদের সাথে কাজ করেছেন।