ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রূপসা চ্যাটার্জি (Rupsa Chatterjee), ছোট পর্দার দাপুটে অভিনেত্রী। সিরিজেও বেশ নাম কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ করে আর ছোটপর্দায় তাঁকে দেখা যাচ্ছে না। অভিনেত্রী কি তবে ধারাবাহিকের বদলে বেছে নিলেন ভ্লগিং? অভিনেত্রীকে এখন টিভির পর্দায় দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। দৈনন্দিন কাজের খুঁটিনাটি শেয়ার করেন অনুরাগীদের সাথে। অভিনেত্রী রূপসা আবার কবে ছোট পর্দায় ফিরবেন? নাকি ভ্লগিংকেই বানিয়ে নিলেন নিজের কেরিয়ার?
কাঁধে অনেক দায়িত্ব (Rupsa Chatterjee)
এখন অভিনেত্রী রূপসা চ্যাটার্জির কাঁধে অনেক (Rupsa Chatterjee) দায়িত্ব। ছেলের মা হয়েছেন বলে কথা, একটা শিশুর যত্নের জন্য ২৪ ঘন্টা মায়ের দরকার। আর তাই কি পেশা বদলে ফেললেন রূপসা? এমন প্রশ্ন উঠছে নেটপাড়ায়। তবে বিষয়টা একেবারেই তা নয়। সন্তানের বয়স সবে মাত্র তিন মাস। এই মুহূর্তে সন্তানের জন্য রূপসাকে ভীষণ দরকার। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অ্যাক্টিভ। সন্তানকে তিনি প্রকাশ্যে এনেছেন। সে কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, সারাদিন কি কি করছে, তা তুলে ধরছেন ভ্লগিংয়ের মাধ্যমে। রূপসাকে এতদিন দর্শক দেখে এসেছে পর্দার খলনায়িকা রূপে।
পেশা পরিবর্তন! (Rupsa Chatterjee)
রূপসা চ্যাটার্জি (Rupsa Chatterjee) একা নন, সাম্প্রতিক সময় বহু অভিনেতা অভিনেত্রী ভ্লগিংকে অন্য পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি চলছে অভিনয়ের কাজ। সেই তালিকায় বিশেষ ভাবে রয়েছেন অনন্যা গুহ থেকে শুরু করে সায়ক চক্রবর্তী, প্রেরণা ভট্টাচার্যসহ অনেকেই। এবার প্রশ্ন উঠছে, তবে কি সেই তালিকাতে রূপসাও পাকাপোক্ত ভাবে নাম লেখালেন? নিজের পেশা পরিবর্তন করবেন না তো? আর যদি সেটা করেন, তাহলে পর্দায় রূপসাকে অনেকেই মিস করবেন। কারণ রূপসার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। তার অভিনয় পর্দায় বারংবার প্রশংসিত হয়েছে।
এই মুহূর্তে ধারাবাহিকে কাজ করা কঠিন
যদিও শোনা যাচ্ছে, অভিনেত্রীর এমন পরিকল্পনা একেবারেই নেই। তিনি আবারও ছোটপর্দায় ফিরবেন। এই মুহূর্তে ছেলে বড্ড ছোট। ছেলেকে এখন মায়ের দরকার। তাছাড়া ধারাবাহিকে কাজ করা মানে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টার টানা শুটিং। এই সময় তিন মাসের সন্তানকে রেখে রূপসার পক্ষে কাজ করাটা বড্ড কঠিন। তাছাড়া এখন রূপসার বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে তিনি ছেলেকে রেখে শুটিংয়ে যেতে পারবেন না।
আরও পড়ুন: Fire at Lahore Airport: লাহোর বিমানবন্দরে আগুন, বাতিল একাধিক উড়ান, সাময়িকভাবে বন্ধ রানওয়ে!
কবে ফিরবেন পর্দায়?
এতদিন রূপসা ব্যস্ত ছিলেন। কাজ ছাড়া তিনি থাকবেন কীভাবে? তাই আপাতত নিজেকে ব্যস্ত রাখছেন ভ্লগিংয়ের মাধ্যমে। ছেলে হওয়ার আগে থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা শুরু করেছেন। এই কাজটা তার ভালো লাগে এবং উপভোগ করেন। এখন অনেকেই রয়েছেন, যারা মেগা সিরিয়ালে অভিনয়ের থেকেও ভ্লগিং করে বেশি উপার্জন করছেন। তবে এটা ঠিক, অনেক ছোট বয়স থেকে অভিনেত্রী অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনয় তার কাছে ভালোবাসার পেশা। সেই পেশাকে তিনি কোনও দিন ভুলতে পারবেন না। ছাড়তেও পারবেন না। ছেলে একটু বড় হলে, আবার কাজে ফিরবেন। আর ভিডিও করছেন মানেই যে তিনি একেবারে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছেন এমনটা নয়। তিনি অভিনেত্রী হিসেবেই ভ্লগিং করছেন। রূপসার জীবনে কাজের ক্ষেত্রে প্রথম গুরুত্ব অভিনয়।