ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাস্কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রুশদি (Rushdie on Musk)। বিশ্ববিখ্যাত ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদি এবার এলন মাস্কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি চান এলন মাস্ক পৃথিবী ছেড়ে চলে যান।
কলম্বিয়ার কার্টাজেনায় অনুষ্ঠিত হে ফেস্টিভ্যালে স্পেনের পত্রিকা El Pais-এর সঙ্গে কথা বলার সময় রুশদি বলেন (Rushdie on Musk), “এলন মাস্ক আদতে বাকস্বাধীনতার পক্ষে নন। তিনি উগ্র ডানপন্থী মতাদর্শকে সামনে নিয়ে আসছেন। বাকস্বাধীনতার মতো মহান একটি বিষয়কে অপব্যবহার করা খুবই অনৈতিক। আমি ওনাকে মোটেও পছন্দ করি না। আমি চাই, উনিই হোন প্রথম ব্যক্তি যিনি মঙ্গল গ্রহে যাবেন।”
“তাহলে আপনি চান উনি চলে যান?” (Rushdie on Musk)
সাক্ষাৎকার গ্রহণকারী যখন প্রশ্ন করেন, “তাহলে আপনি চান তিনি দূরে থাকুন?” রুশদি তখন সম্মতি দিয়ে বলেন (Rushdie on Musk), “হ্যাঁ, উনি যেন চলে যান।” তিনি আরও জানান, প্রায় দশ বছর আগে লস অ্যাঞ্জেলেসে তিনি এলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। “উনি তখন বলেছিলেন, মঙ্গল গ্রহে যেতে মাত্র সাত বছর লাগবে। সেই সাত বছর তো কেটে গেছে! এবার সত্যিই ওনাকে চলে যেতেই হবে।”
সাক্ষাৎকারে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমাজ নিয়ে আলোচনা (Rushdie on Musk)
এই সাক্ষাৎকারে রুশদি আরও নানা বিষয়ে কথা বলেন (Rushdie on Musk)। তিনি নিজের সাহিত্যজীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে মত প্রকাশ করেন।
আরও পড়ুন: China to US: তাইওয়ান নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তন বাড়াল চীনের ক্ষোভ
২০২২ সালের হামলা ও রুশদির স্মৃতিকথা
২০২২ সালের আগস্ট মাসের ১২ তারিখে নিউইয়র্কের চটাকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দিতে গিয়ে হামলার শিকার হন রুশদি। এক ব্যক্তি মঞ্চে উঠে এসে তাকে গলা ও শরীরে একাধিকবার ছুরি মারে। এই হামলায় তার বাহুর স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, লিভার মারাত্মক আঘাত পায়, এবং এক চোখের দৃষ্টিশক্তি হারান।
হামলাকারী ও তার উদ্দেশ্য
হামলাকারীর নাম হাদি মাতার। তিনি ২৪ বছর বয়সী, নিউ জার্সির বাসিন্দা। ঘটনার পরপরই তাকে আটক করা হয় এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। কর্তৃপক্ষের মতে, এই হামলার পিছনে ১৯৮৯ সালে ইরানের দেওয়া ফতোয়ার প্রভাব থাকতে পারে। ১৯৮৮ সালে প্রকাশিত ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটির জন্য রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল।
হামলার পর রুশদির প্রতিক্রিয়া
গুরুতর আহত হওয়ার পরেও রুশদি বেঁচে যান এবং পরবর্তীতে প্রকাশ্যে হামলার বিষয়ে কথা বলেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালে ‘Knife: Meditations After an Attempted Murder’ নামে একটি স্মৃতিকথা লিখেছেন। এই বইতে তিনি ২০২২ সালের হামলা, তার সুস্থ হয়ে ওঠার লড়াই এবং এই ঘটনার তার জীবনে কী প্রভাব ফেলেছে, সেসব নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: Costa Rica: আমেরিকা থেকে বিতারিত অবৈধ অভিবাসীদের গ্রহণ করবে কোস্টারিকা!
জীবনের কঠিন অভিজ্ঞতা
একদিকে এলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা, সব মিলিয়ে রুশদির এই সাক্ষাৎকার বেশ আলোড়ন ফেলেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এলন মাস্ককে পছন্দ করেন না এবং চান তিনি মঙ্গল গ্রহে চলে যান!