Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতা দখলের প্রায় চার বছর পর বৃহস্পতিবার ইতিহাস গড়ল রাশিয়া (Russia Afghanistan Relation)। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান শাসিত সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। শুধু তাই নয়, রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও স্বীকৃত রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে গ্রহণ করা হয়েছে। মস্কোয় আফগান দূতাবাসে বদলে গেছে জাতীয় পতাকাও—আফগানিস্তানের পুরনো তিনরঙার জায়গায় স্থান পেয়েছে তালিবানের সাদা পতাকা।
সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক পদক্ষেপ (Russia Afghanistan Relation)
বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক কূটনৈতিক স্বীকৃতি নয়, বরং ক্রেমলিনের এক সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক পদক্ষেপ। এমন এক সময় এই সিদ্ধান্ত এল, যখন পশ্চিমা বিশ্ব এখনও তালিবান সরকারের মানবাধিকার রেকর্ড এবং নারী-অধিকার হরণের অভিযোগে নিন্দা জারি রেখেছে(Russia Afghanistan Relation)।
রাশিয়ার (Putin) বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “আফগান সরকারের স্বীকৃতি দিলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও গতি পাবে।” এই ঘোষণায় খুশি কাবুলও। তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, “এটি আমাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।”
স্বীকৃতির আগে ভূমি প্রস্তুত করেছিল মস্কো (Russia Afghanistan Relation)
চলতি বছরের এপ্রিলেই রাশিয়া তালিবানকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ তালিকা থেকে বাদ দেয়। তখনই এই স্বীকৃতির ইঙ্গিত মিলেছিল। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। মস্কোয় তালিবান দূতের সঙ্গে রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোর সাক্ষাৎ হয় বৃহস্পতিবার। এমনকি রুশ সংবাদ সংস্থা ‘তাস’ তালিবানের পতাকা ওড়ানোর দৃশ্যও প্রকাশ করে(Russia Afghanistan Relation)।

ঐতিহাসিক টানাপোড়েন ও নতুন সমীকরণ (Russia Afghanistan Relation)
আশির দশকে আফগানিস্তানে রুশ হস্তক্ষেপ এবং দীর্ঘ গৃহযুদ্ধের স্মৃতি আজও বহু আফগানদের কাছে বেদনাদায়ক। ১৯৮৯ সালে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর কাবুলের সঙ্গে সম্পর্ক অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। কিন্তু তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর মস্কোর কৌশল বদলেছে। ইরান-আফগানিস্তান সীমান্তঘেঁষা অঞ্চল এবং মধ্য এশিয়ায় রাশিয়ার স্বার্থ রক্ষার দিক থেকে তালিবান সরকারকে পাশে পাওয়ার গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে(Russia Afghanistan Relation)।

আরও পড়ুন: China Economy : জনসংখ্যা সংকটে চিন, সন্তান জন্মে নগদ ভর্তুকির পথে শি জিনপিং সরকার!
পশ্চিমের সমালোচনা ও ভারতের অবস্থান (Russia Afghanistan Relation)
তালিবান শাসনের অধীনে নারীদের শিক্ষা, চাকরি, এবং সামাজিক স্বাধীনতা রুদ্ধ হওয়ায় আন্তর্জাতিক মহল থেকে বারবার সমালোচনা এসেছে। আমেরিকা এখনও তালিবানকে স্বীকৃতি দেয়নি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার। ভারতও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে হিউম্যানিটেরিয়ান সহায়তা এবং নেপথ্য সংলাপ বজায় রেখেছে।
বিশ্ব রাজনীতিতে এই পদক্ষেপ রাশিয়ার কৌশলগত পুনর্গঠনের দিকেই ইঙ্গিত দেয়। ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে কিছুটা কোণঠাসা অবস্থায় থাকা রাশিয়া এখন নতুন মিত্র খুঁজছে—এবং তালিবানকে স্বীকৃতি সেই নয়া অক্ষ গঠনের দিকেই এক বড় পদক্ষেপ। এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক কূটনীতিতে তালিবান সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে কি না, তা সময়ই বলবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, রাশিয়া এই সিদ্ধান্ত নিয়ে মধ্য এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চাল দিল।