Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে শুল্কহার ২৫% থেকে ৫০% করার ঘোষণা দেওয়ার পর থেকেই দিল্লি–ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন দৃশ্যমান(S Jaishankar Visit Russia)। ঠিক এই সময়েই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক, তারপর টানা উচ্চপর্যায়ের ভারত–রাশিয়া যোগাযোগ, এনএসএ অজিত ডোভালের মস্কো সফর, মোদী–পুতিন একাধিক ফোনালাপ, আর এখন তিন দিনের মস্কো সফরে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর(Dr. S. Jaishankar)। সামগ্রিক বার্তা স্পষ্ট—ভারত রাশিয়ার সঙ্গে কৌশলগত সেতুবন্ধন আরও পোক্ত করছে।
কী নিয়ে কথা হবে ?(S Jaishankar Visit Russia)
২১ আগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে(S Jaishankar Visit Russia) গুরুত্ব পেতে পারে—
- দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা: সস্তা রুশ অপরিশোধিত তেল, সমুদ্রপথ লজিস্টিকস, রুপি–রুবল পেমেন্ট মেকানিজ়মের বাধা কাটানো।
- রক্ষা সহযোগিতা ও স্পেয়ারস: এস-৪০০, যৌথ উৎপাদন, রক্ষণাবেক্ষণ ইকোসিস্টেম স্থিতিশীল করা।
- ক্রিটিক্যাল মিনারেলস ও প্রযুক্তি: পরমাণু জ্বালানি, বিরল ধাতু, স্পেস/ডিজিটাল সেক্টরে সম্ভাব্য নতুন প্রকল্প।
- আঞ্চলিক নিরাপত্তা ও ইউক্রেন যুদ্ধ: যুদ্ধবিরতি–শান্তিচুক্তি সংক্রান্ত উদ্যোগে ভারতের “কূটনৈতিক মধ্যপথ” বজায় রেখে মানবিক সহায়তা ও সংলাপ-চাপ বাড়ানো।
ট্রাম্পের শুল্কের প্রেক্ষিতে ভারতের কৌশল (S Jaishankar Visit Russia)
ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন—রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক ঘনিষ্ঠতার জন্যই শুল্ককাঠিন্য(S Jaishankar Visit Russia)। তবু দিল্লির অবস্থান দুই লাইনে সংক্ষেপে—
- কৌশলগত স্বাতন্ত্র্য (Strategic Autonomy): জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা-স্বার্থে যে অংশীদার দরকার, সেখানেই প্রাগম্যাটিক সহযোগিতা।
- বহুপাক্ষিক ভারসাম্য: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, গাল্ফ—সব দিকেই সেতুবন্ধন রেখে ঝুঁকি বৈচিত্র্যকরণ।
মোদী–পুতিন ফোনালাপের তাৎপর্য (S Jaishankar Visit Russia)
অ্যালাস্কার ট্রাম্প–পুতিন বৈঠকের রিপোর্টিং মিলিয়েই পুতিন সরাসরি মোদীকে আপডেট দেন—এটা শুধু সৌজন্য নয়, কৌশলগত স্বচ্ছতার ইঙ্গিত। একইসঙ্গে ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারতের অবস্থানকেও জোরদার করে।

কেন এখন রাশিয়া সফর গুরুত্বপূর্ণ (S Jaishankar Visit Russia)
- শুল্ক-চাপের জবাব হিসেবে ইকোনমিক ডি-রিস্কিং: রুশ তেল/সার/ধাতু সরবরাহে দীর্ঘমেয়াদী চুক্তি ভারতের আমদানি-খরচ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক।
- প্রতিরক্ষা সরবরাহ-শৃঙ্খল বজায় রাখা: পশ্চিমা রপ্তানি-নিয়ন্ত্রণের মাঝেও স্পেয়ারস ও জয়েন্ট-প্রডাকশন লাইফলাইন সচল রাখা জরুরি।
- গ্লোবাল ডিপ্লোম্যাসিতে লিভারেজ: দিল্লি যদি মস্কো ও পশ্চিম—দুই শিবিরে কথোপকথনের পথ খোলা রাখে, ভবিষ্যৎ শান্তি-প্রক্রিয়ায় ভারতের ভূমিকা বড় হতে পারে(S Jaishankar Visit Russia)।

আরও পড়ুন : Russia Ukraine War : ৯ হাজার কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনবে ইউক্রেন! নিরাপত্তা দেবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র
আগামী দিনগুলিতে নজর রাখার পাঁচ পয়েন্ট (S Jaishankar Visit Russia)
- জয়শঙ্কর–লাভরভ বৈঠকের পর যৌথ ঘোষণাপত্র/রোডম্যাপ—রক্ষা/জ্বালানি/পেমেন্টে নির্দিষ্ট অগ্রগতি এল কি?
- রুশ অপরিশোধিত তেলের ডিসকাউন্ট ও বিমা/শিপিং ব্যবস্থায় নতুন বন্দোবস্ত।
- রুপি–রুবল বা বিকল্প মুদ্রা–সেট্লমেন্টে বাস্তব সমাধান।
- উচ্চস্তরের সফর-অদলবদল: পুতিনের সম্ভাব্য ভারত সফরের তারিখ/ফরম্যাট।
- ইউক্রেন ইস্যুতে ভারতের মধ্যস্থতামূলক স্পেস—মানবিক করিডর, যুদ্ধবন্দি বিনিময় বা পুনর্গঠন ফান্ডে ভূমিকায় কোনো ইঙ্গিত মেলে কি না।
ওয়াশিংটনের শুল্ক-চাপের মাঝেও দিল্লি মস্কোর সঙ্গে বাস্তববাদী ঘনিষ্ঠতা ধরে রাখছে—জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থে। জয়শঙ্করের এই সফর সেই পথকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে(S Jaishankar Visit Russia)। সফল হলে ভারত দ্বিমুখী চাপের ভেতরেও নিজের স্বার্থরক্ষা ও আন্তর্জাতিক ভূমিকা—দুটোই বাড়াতে পারবে।